ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ক্রুসের পর চুক্তির মেয়াদ বাড়ালেন মদ্রিচও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
ক্রুসের পর চুক্তির মেয়াদ বাড়ালেন মদ্রিচও

রিয়াল মাদ্রিদের সঙ্গে গত বছর চুক্তি নবায়ন করে ২০২৩ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়িয়েছিলেন লুকা মদ্রিচ। এবার চুক্তির মেয়াদ বাড়ালেন আবারও।

২০২৪ সালের জুন পর্যন্ত তিনি থাকছেন ইউরোপের সফলতম ক্লাবেই।  

নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে আজ মদ্রিচের চুক্তি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে রিয়াল। এর আগে আরেক মিডফিল্ডার টনি ক্রুসও বাড়িয়েছেন চুক্তির মেয়াদ। ২০২৪ সালের জুন পর্যন্ত থাকছেন তিনিও।  

ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার বারবারই বলে আসছিলেন তিনি থাকবেন রিয়ালেই। গত মৌসুমে কেবল কোপা দেল’রে শিরোপা ঘরে তুলেছে ক্লাবটি। সেখানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। তাছাড়া মৌসুমজুড়ে মিডফিল্ডে ক্লাবটির ভরসার প্রতিক হয়ে ছিলেন ৩৭ বছর বয়সী এই তারকা।

২০১২ সালে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দিয়ে দ্রুতই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন মদ্রিচ। এখন পর্যন্ত দলটির হয়ে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা প্রায় ২০টির বেশি শিরোপা জিতেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।