ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

বাংলাদেশের বন্ধুদের ঈদের শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
বাংলাদেশের বন্ধুদের ঈদের শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা

৩৬ বছরের অপেক্ষা শেষ হয়েছে কাতারে। এতগুলো বছর বিশ্বকাপ শিরোপা জেতে আর্জেন্টিনা।

এই টুর্নামেন্টের সময় তাদের সঙ্গে অন্যরকম এক সম্পর্ক তৈরি হয়ে যায় বাংলাদেশেরও। এখানকার সমর্থকদের উন্মাদনা পৌঁছে যায় দেশটি সবার কাছে।  

এরপর থেকে দারুণ বন্ধুত্ব তৈরি হয়েছে বাংলাদেশ-আর্জেন্টিনার। এবার মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আলাদা করে বাংলাদেশি ‘বন্ধুদের’ ঈদের শুভেচ্ছা জানিয়েছে তারা।  

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এই শুভেচ্ছা জানানো হয়েছে। লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, রদ্রিগো দি পলের ছবি একসঙ্গে করে একটি গ্রাফিকস করা ছবি পোস্ট করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদেরকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক! এই উৎসব হোক ভালোবাসা, শান্তি এবং প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া স্মরণীয় মুহূর্ত। ’

বাংলাদেশ সময় : ১৩৩৪ ঘণ্টা, ২৯ জুন, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।