ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ফেব্রিগাসের অবসর, ভালোবাসা জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
ফেব্রিগাসের অবসর, ভালোবাসা জানালেন মেসি

প্রায় দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানলেন স্পেন তারকা সেস ফেব্রিগাস। নিজের শেয়ার থাকা সিরি-বি এর ক্লাব কোমোর হয়ে খেলছিলেন তিনি।

বিশ্বকাপ ও ইউরোজয়ী এই তারকা অবসর নেওয়ার সঙ্গে জানিয়েছেন কোচিংয়ে আসার আগ্রহের কথা। কোমোতেই সেটি শুরু করবেন তিনি।  

দারুণ এক ক্যারিয়ারই কাটিয়েছেন ফেব্রিগাস। ক্লাবের হয়ে জিতেছেন ১২টি মেজর ট্রফি। স্পেনের হয়ে তিনটির একটি ২০১০ বিশ্বকাপ। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন আর্সেনাল, বার্সেলোনা, চেলসি, মোনাকো হয়ে কোমোতে। ৩৬ বছর বয়সে এসে নিজের বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি।  

এক বিবৃতিতে ফেব্রিগাস বলেছেন, ‘এটা খুব কষ্টের ব্যাপার যে আমার বুটজোড়া তুলে রাখার সময় চলে এসেছে। বার্সায় আমার প্রথম দিন, আর্সেনাল, আবার বার্সায় ফেরা, চেলসি, মোনাকো তারপর কোমো; আমি সবকিছুই নিজের ভাণ্ডারে রাখবো। বিশ্বকাপ উঁচিয়ে ধরা, ইউরো, ইংল্যান্ড ও স্পেনে এবং ইউরোপের প্রায় সব ট্রফি জেতা; এটা এমন এক যাত্রা যা কখনো ভুলবো না। ’

‘এই পথে তৈরি করা বন্ধু ও স্মৃতিদের জন্য যাত্রাটা ইতোমধ্যেই অনেক মূলব্যান হয়ে গেছে। আমি এর মধ্যে তিনটি ভাষা শিখেছি, আরও সহানুভূতিশীল ও বুদ্ধিমান হয়েছি। এখানে শুধু কষ্টের ব্যাপারই নেই, আমি কোচিং শুরু করতে যাচ্ছি কোমোর বি টিমের। ২০ বছরের যাত্রা শেষে আপনাদের ধন্যবাদ জানানোর পালা চলে এসেছে। ’

ফেব্রিগাসের অবসর খবর শুনে তার সাবেক সতীর্থরা শুভেচ্ছা জানানো শুরু করেন। কার্লোস পুয়েলের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেব্রিগাসকে শুভকামনা জানিয়েছেন আর্জেন্টাইন তারকা ও বন্ধু লিওনেল মেসি। দুজনে একসঙ্গে খেলেছেন বার্সার জার্সি গায়ে। তেমন একটি ছবিও জুড়ে দিয়েছেন মেসি।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘তুমি ইতোমধ্যেই আমার সব ভালো কথা জানো তোমার ও পরিবারের ব্যাপারে। আমরা একসঙ্গে সময় কাটানো চালিয়ে যাবো। আমরা তোমাকে অনেক ভালোবাসি। তোমার নতুন পথের জন্য শুভকামনা জানাই বন্ধু!’

বাংলাদেশ সময় : ১১১৯ ঘণ্টা, ২ জুলাই, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।