ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ঢাকায় এমিলিয়ানো মার্তিনেস, দেখা করলেন মাশরাফির সঙ্গে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
ঢাকায় এমিলিয়ানো মার্তিনেস, দেখা করলেন মাশরাফির সঙ্গে

১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে পৌঁছেছেন এমিলিয়ানো মার্তিনেস। আজ (৩ জুলাই) ভোর সোয়া পাঁচটার দিকে ঢাকা পৌঁছান তিনি।

এরপর হোটেলে কিছুটা সময় বিশ্রাম নিয়ে ঢাকা সফর শুরু হয় তার।

মার্তিনেসকে বাংলাদেশে এনেছে ফান্ডেডনেক্সট নামক আইটি কোম্পানি। সকাল সাড়ে নয়টার কিছুক্ষণ পর মার্তিনেস উত্তর বাড্ডাস্থ অফিস পরিদর্শনে আসেন। আয়োজকরা মার্তিনেসকে বরণ করে নিতে সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে আমন্ত্রণ জানিয়েছে। মার্তিনেসের সঙ্গে প্রায় আধঘণ্টা সময় কাটিয়েছেন মাশরাফি।

সূত্রের তথ্যমতে এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, ০৩ জুলাই, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।