ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

‘বসুন্ধরা কিংসের মাঠ ছাড়া আমাদের আর কোনো মাঠ আন্তর্জাতিক মানের নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
‘বসুন্ধরা কিংসের মাঠ ছাড়া আমাদের আর কোনো মাঠ আন্তর্জাতিক মানের নয়’

বাংলাদেশ ফুটবল দল সাফের সেমিফাইনালে খেলায় আজ বাফুফে ভবনে তাদের হাতে বোনাস তুলে দেয়া হয়েছে। দলের সকল খেলোয়াড় এবং স্টাফদের ৫০ লাখ টাকা বোনাস দিয়েছে বাফুফে।

সেখানেই মাঠের স্বল্পতার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের সহকারী কোচ হাসান আল মামুন।

বিদেশের মাটিতে ভালো খেলার জন্য ভালো মাঠের কোনও বিকল্প নেই বলে জানিয়েছেন মামুন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে ভালো মাঠের কথা বলেছেন তিনি। মামুন বলেন, ‘আমাদের মাঠগুলো কিন্তু আন্তর্জাতিক মানের নয়। এক বসুন্ধরা কিংসের মাঠ ছাড়া আমাদের একটা মাঠও আন্তর্জাতিক মানের নয়। আপনার (সালাউদ্দিন) কাছে আমাদের আবারও অনুরোধ থাকবে, যেন মাঠগুলোকে আমরা সেই মানের করি। বাংলাদেশের ফুটবলের উন্নতির জন্যে। বাংলাদেশ সরকার, ক্রীড়া মন্ত্রণালয় যারা দায়িত্বে আছেন, তাদের অনুরোধ করি, যে মাঠে লিগ হয় সে মাঠগুলোকে যেন আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়। ’

মাঠ নিয়ে আক্ষেপ ছিল বাফুফে সভাপতির কণ্ঠেও। তিনি বলেন, ‘আমরা চার-পাঁচ বছর যাবত বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলতে পারি না। ফলে সকলে আমাদের খেলা দেখতে পারে না। আমি আশা করি আগামী কয়েকমাসের মধ্যে স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হবে। আমি নিজেও শুনিনি একটা স্টেডিয়াম ঠিক করতে তিন-চার বছরের মতো সময় লাগে। সামনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে। খেলোয়াড়রা খেলবে কোথায়?’
 
সাফে দলের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টি প্রকাশ করছেন মামুন। খেলোয়াড়দের নিবেদনের প্রশংসা করেছেন তিনি। মামুন বলেন, ‘অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন এই দলের সাফল্যের রহস্যটা কী, তাহলে আমি বলব খেলোয়াড়দের নিবেদন। একজন কোচিং স্টাফ হিসেবে আমরা ঠিক খেলোয়াড়কে দলে রেখেছি, সঙ্গে আমরা প্রতিপক্ষ সম্পর্কে দলের পড়াশোনাটা ছিল চমৎকার। গত ফিফা উইন্ডোতে নেপালের সঙ্গে হেরেছি কিন্তু সেই সেপ্টেম্বর থেকেই আমরা আমাদের স্টাডি শুরু করেছি। আমাদের প্রত্যেকটা প্রতিপক্ষ এবং আমাদের শক্তি সম্পর্কে জানি। এই টুর্নামেন্টে আমরা আমাদের শক্তিটাকে ব্যবহার করেছি সর্বোচ্চ। এটাই আমাদের সাফল্যের কারণ। ’

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।