ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ভালো কিছুর প্রত্যাশায় মেয়েদের নতুন কোচ লিটু

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
ভালো কিছুর প্রত্যাশায় মেয়েদের নতুন কোচ লিটু

দীর্ঘ বিরতীর পর আবাও খেলায় ফিরছে সাফ জয়ী নারী ফুটবল দল। সাফের পর থেকে আর কোনো ম্যাচ খেলা হয়নি তাদের।

এর মধ্যে ঘটে গেছে বহু ঘটনা। দীর্ঘদিন নারী দলের দায়িত্ব পালন করা গোলাম রব্বানী ছোটন কোচের পদ থেকে পদত্যাগ করেছেন। নেপালের বিপক্ষে দুই ম্যাচে কোচের দায়িত্বে থাকবেন মাহবুবুর রহমান লিটু। ম্যাচ দুটোয় ভালো কিছুর প্রত্যাশা ব্যক্ত করলেন তিনি।

আজ বাফুফে ভবনে আয়োজিত ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটু বলেন, ‘আমরা অনেক দিন ধরেই খেলতে পারছিলাম না, আমি নিজে ক্ষুধার্ত ছিলাম, মেয়েরাও ছিল। আমি মনে করি মেয়েরা ম্যাচ দুটোতে ভালো করবে। কারণ, ওরা অনেক দিন ধরে একসঙ্গে অনুশীলন করছে। দলে ছোটখাট কিছু চোট ছিল, সেগুলো থেকেও সবাই রিকভার করেছে। আশা করি যে একটা ভালো ম্যাচ হবে। আমাদের মেয়েরা সবাই এখন ফিট। ’

সাফের পর থেকে নারী ফুটবলে বাজছে বেদনার সুর। একেরপর এক ফুটবলারের অবসর। টাকার অভাবে দেশের বাইরে খেলতে যেতে না পারা। কোচের পদত্যাগ। সব কিছু মিলিয়ে সময়টা মোটেও স্বস্তিতে কাটেনি সাবিনাদের। তবে সেই ভাঙ্গনের সুর কেটে নতুন কিছুর কথা জানালেন সাবিনাদের কোচ।  

লিটু বলেন, ‘আসলে প্রত্যেক পরিবারেই একটা দুঃসময় আসে, তো আমি বলব আমাদের একটা ক্রাইসিস মোমেন্ট ছিল, সেটা আমরা চেষ্টা করছি উতরে যাওয়ার। তবে শিগগিরই সেটা কাটিয়ে ওঠার জন্য বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও মাহফুজা আক্তার কিরণ পদক্ষেপ নেবেন। দেশের বাইরেও বিজ্ঞপ্তি দিয়েছেন কোচের জন্য। তো আমি আশা করি, যে শূন্যতা আছে, সেটা তারা পূরণ করবেন। তবে কোচ হিসেবে এখন আমি বলব, আমরা যথেষ্ট চেষ্টা করেছি দলটাকে এক সূতোয় গাঁথার জন্য। তাদের মোটিভেট করার জন্য। আশা করছি মেয়েরা শতভাগ দিতে পারবে। ’

সাফে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ। তবে এবার সাফে খেলা বেশ কিছু ফুটবলারকে পাচ্ছে না বাংলাদেশ। ফলে এবার নেপালের বিপক্ষে খেলাটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে এই প্রশ্নে লিটু বলেন, ‘সাফে আমাদের দলটা পরিপূর্ণ একটা দল ছিল, সে দলের অনেকেই এখন আমাদের সঙ্গে আর নেই। তারপরও আমি বলব, দেশের মাটিতে খেলা, আমাদের মেয়েরা চেষ্টা করবে সর্বোচ্চ দেওয়ার। ’

সাফে খেলা কোন কোন ফুটবলার দলে নেই জানিয়ে দিলেন লিটু। জ্বরের কারণে নেই ছোট শামসুন্নাহার, সাজেদা-আনুচিং মগিনি অবসর নিয়েছেন। আঁখি বিদেশে গেছেন উচ্চশিক্ষার জন্য।  

বাংলাদেশে আসার আগে নেপাল ম্যাচ খেলে এসেছে। এদিকে দীর্ঘদিন পরে ময়দানি লড়াইয়ে নামবেন সাবিনারা। এই বিষয়ে লিটু বলেন, ‘আমরা আসলে ওভাবে ম্যাচ খেলার সুযোগ পাইনি। তবে নিজেদের ভেতর প্রস্তুতি ম্যাচ খেলেছি কিছু। অনূর্ধ্ব ২০ দল ও সিনিয়র দল মুখোমুখি হয়েছিল বেশ কিছু ম্যাচে। সিনিয়র দল ২ ম্যাচ আর জুনিয়র দল জিতেছে এক ম্যাচে। ’

সহকারী কোচ থেকে মূল কোচ হলেও দর্শন আগের মতই থাকবে বলে জানিয়েছেন সাবিনাদের নতুন কোচ। তিনি বলেন, ‘আমাদের দর্শন পরিবর্তন হয়নি। আমাদের আগের যে দর্শনে খেলতাম, সে দর্শনেই খেলব। ’

আপাতত দুই ম্যাচের জন্য লিটুকে কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে বাফুফে। নতুন কোচ পেতে বিলম্ব হলে এই মেয়াদ বাড়তেও পারে।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।