ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপ বাছাইয়ের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
বিশ্বকাপ বাছাইয়ের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

এ বছর ব্যস্ত সূচি অপেক্ষা করছে বাংলাদেশ ফুটবল দলের সামনে। অনূর্ধ্ব-২৩ দল এবং জাতীয় দলের একাধিক টুর্নামেন্ট তো আছেই, রয়েছে বিশ্বকাপ বাছাইয়ের খেলাও।

তবে বাছাইয়ের প্রস্তুতি হিসেবে দুটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।  

আজ বাফুফে ভবনে জাতীয় দল কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ জানান, প্রীতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ এখনো নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, ‘সেপ্টেম্বরে আমরা দুটি প্রীতি ম্যাচ খেলব একটি দলের বিপক্ষে। সেই দলটি কারা হবে, সেটা নির্ভর করছে ২৭ জুলাই বিশ্বকাপ বাছাইয়ের ড্রয়ের ওপর। ’

বিশ্বকাপ বাছাইয়ের ড্রয়ের জন্য অপেক্ষা করার কারণও ব্যাখ্যা করেছেন এই বাফুফে কর্মকর্তা, ‘বিশ্বকাপ বাছাই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে যার সঙ্গে খেলা পড়বে তাদের সঙ্গে খেলতে পারব না। তাই ড্রয়ের পরই দল চূড়ান্ত হবে। ’

জাতীয় দল কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুলাই বিকেলে। এ সম্পর্কে নাবিল বলেন, ‘ওইদিন সকালে আমরা প্রতিপক্ষ জানব। বিকেলে আলোচনা করব প্রীতি ম্যাচের প্রতিপক্ষ নিয়ে। বিশ্বকাপ বাছাইয়ের ভালো প্রস্তুতির জন্য আমরা শক্তিশালী প্রতিপক্ষ নেওয়ারই চেষ্টা করব। ’

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩ 
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।