ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ইউনাইটেডে দে হেয়ার উত্তরসূরি ওনানা 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
ইউনাইটেডে দে হেয়ার উত্তরসূরি ওনানা 

এক যুগ ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন দাভিদ দে হেয়া। কিন্তু গত মৌসুম শেষে ক্লাব ছেড়েছেন তিনি।

খুঁজছেন নতুন ক্লাব। তবে এর আগেই তার শূন্যস্থান পূরণ করলো ইউনাইটেড। দে হেয়ার উত্তরসূরি হিসেবে ইন্টার মিলান থেকে ৫৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে আন্দ্রে ওনানাকে দলে নিয়েছে রেড ডেভিলরা।  

গত বছরই সিরি’আর ক্লাব ইন্টার মিলানে যোগ দেন ওনানা। নেরাজ্জুরিদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছিলেন তিনি। কিন্তু খেলেছেন কেবল এক মৌসুমই। যেখানে সিরি’আয় ২৪ ও চ্যাম্পিয়নস লিগে ৮ টি ম্যাচে ক্লিনশিট রাখেন তিনি। সেই পারফরম্যান্স নজর কাড়ে ইউনাইটেডের। ইন্টারের মতো রেড ডেভিলদের সঙ্গেও এই ক্যামেরুনিয়ান গোলরক্ষকের চুক্তি পাঁচ বছরের। এছাড়া এক বছর বাড়ানোর বিকল্পও আছে।

মূলত ওনানা ইউনাইটেডের বর্তমান কোচ এরিক টেন হাগের পুরনো শিষ্য। ডাচ ক্লাব আয়াক্সে সাড়ে সাত বছরের ক্যারিয়ারে পাঁচ বছরই কোচ হিসেবে টেন হাগকে পেয়েছেন তিনি।  

এদিকে, নতুন মৌসুমের জন্য অধিনায়ক হিসেবে ব্রুনো ফের্নান্দেসের নাম ঘোষণা করেছে ইউনাইটেড।  

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।