ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

এমবাপ্পেকে ছাড়াই জাপান সফরে পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এমবাপ্পেকে ছাড়াই জাপান সফরে পিএসজি

বিরতির শেষে সময় এসেছে ফুটবলে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইউরোপিয়ান ক্লাবগুলো। নতুন মৌসুমের জন্য নিজেদের প্রস্তুত রাখার জন্য জাপান সফরে যাবে পিএসজি।

কিন্তু নিজেদের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই সেখানে যাচ্ছে ক্লাবটি।

দলবদলের সময় শেষ হতে এখনো ঢের বাকি। বরাবরের মতো এবারও আলোচনার হট টপিক এমবাপ্পে। পিএসজির সঙ্গে নতুন কোনো চুক্তি করতে নারাজ এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। তাই সে অনুযায়ী, নতুন মৌসুম শেষেই ক্লাব ছাড়বেন তিনি। কিন্তু পিএসজি তাকে বিনা মূল্যে ছেড়ে দিতে নারাজ। হয় ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করতে হবে, নয়তো চলতি দলবদলেই চড়া দামে ক্লাব ছাড়তে হবে।

এই মাসের শুরুতে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি বলেন, ‘আমার অবস্থান একদম পরিষ্কার। একই জিনিস বারবার বলতে চাই না। আমরা চাই সে থাকুক। যদিও এমবাপ্পে থাকতে চায়, তাহলে তাকে নতুন চুক্তি করতে হবে। বিশ্বের সেরা খেলোয়াড়কে আমরা বিনামূল্যে হারাতে পারি না। এটা অসম্ভব। সে বলেছিল, যে কখনোই ফ্রিতে চলে যাবে না। সে তার ভাবনা বদলে ফেলেছে এতে আমার কোনো দোষ নেই। ’

খেলাইফির এমন মন্তব্যের পর কোনো সাড়া দেননি এমবাপ্পে। তাই গতকালই তাকে বিক্রির জন্য পিএসজি দলবদলের বাজারে তুলেছে বলে জানান, ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। কারণ পিএসজির বিভিন্ন সূত্র নিশ্চিত হয়েছে যে, কোনো ট্রান্সফার ফি ছাড়াই ২০২৪ সালে রিয়াল মাদ্রিদে যেতে রাজি হয়েছেন এমবাপ্পে। এমনটা হলে আর্থিক দিক একটুও লাভবান হবে না পিএসজি। ২০১৮ সালে মোনাকো থেকে ১৬৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে এমবাপ্পেকে দলে ভিড়িয়েছিল তারা। এবার ছেড়ে দেওয়ার জন্য ১০০-১৫০ মিলিয়ন ট্রান্সফার ফি চায় ক্লাবটি।

এদিকে জাপান সফরে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর, সেরেজো ওসাকা ও ইন্টার মিলানের বিপক্ষে খেলবে পিএসজি। এরপর দক্ষিণ কোরিয়া সফরে যাবে তারা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এএইচএস  


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।