ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ফুটবলাররা অসুস্থ, ম্যাচ বাতিল করল বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
ফুটবলাররা অসুস্থ, ম্যাচ বাতিল করল বার্সা

বিরতি শেষে নতুন মৌসুমের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ইউরোপিয়ান ক্লাবগুলো। প্রাক মৌসুমে যুক্তরাষ্ট্রে খেলার কথা রয়েছে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার।

কিন্তু প্রস্তুতির জন্য সফরে নিজেদের প্রথম ম্যাচটিই বাতিল করল কাতালানরা। যা হওয়ার কথা ছিল ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের বিপক্ষে।

মূলত বার্সার বেশিরভাগ খেলোয়াড়ই ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস (পেটের পীড়া) রোগে ভুগছেন। চ্যাম্পিয়ন্স ট্যুরের অংশ হিসেবে সান ফ্রান্সিসকোর সাড়ে ৬৮ হাজার ধারণক্ষমতা সম্পন্ন লেভাইস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এই ট্যুরে ছয়টি ইউরোপীয়ান ক্লাব অংশ নিচ্ছে। জুভেন্টাসের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচটিতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিতিরও আশা করা হয়েছিল। বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছেন, ‘ম্যাচটি পুনরায় আয়োজনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা সব পরিকল্পনা পাল্টে দেয়। এটা আমাদের দলের জন্য একটি কঠিন মুহূর্ত, একইসাথে সমর্থকদের জন্য বিষয়টা কঠিন। ’

বুধবার লস এ্যাঞ্জেলসে সোফাই স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের সাথে পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।