ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আক্ষেপ বাড়লো আর্জেন্টিনার মেয়েদের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
আক্ষেপ বাড়লো আর্জেন্টিনার মেয়েদের

ছেলেদের বিশ্বকাপে ৩ বার চ্যাম্পিয়ন হলেও মেয়েদের ফুটবলে আর্জেন্টিনার অবস্থান বেশ দুর্বল। মেয়েদের বিশ্বকাপে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি তারা।

সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েও পারেনি আর্জেন্টাইন মেয়েরা।

আজ শুক্রবার ডানেডিনে দ. আফ্রিকার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। যদিও একসময় ২-০ গোলে পিছিয়ে পড়েছিল তারা। পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয়ের স্বপ্নও দেখতে শুরু করেছিল দলটি। কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মেয়েরা তাদের জিততে দেয়নি। তবে হার এড়ানোর স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।  

ইতালির কাছে হেরে নারী বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনাকে আজকেও হারের দুঃস্বপ্ন উপহার দেওয়ার পথেই ছিল দক্ষিণ আফ্রিকা। লিন্ডা মতহালো ও থেম্বি কাতলানার গোল এগিয়ে গিয়েছিল আফ্রিকার দলটি। মতহালো ৩০ ও কাতলানো ৬৬ মিনিটে গোল করেন। দুই অর্ধে করা এই দুই গোলে ৭৪তম মিনিট পর্যন্ত এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা।  

আর্জেন্টিনা ঘুরে দাঁড়ায় ৭৪তম মিনিটে সোফিয়া ব্রাউনের গোলে। এর ৪ মিনিট পর সমতা ফেরানো গোলটি করেন রোমিনা নুনেজ। উজ্জীবিত আর্জেন্টিনা এরপর জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ে। কিন্তু দক্ষিণ আফ্রিকা রক্ষণ সামলে রাখতে সক্ষম হয়। ফলে শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্রুপ 'জি'-এর তলানিতে অবস্থান করছে আর্জেন্টিনা। তিনে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্টও সমান। আর ১টি করে ম্যাচ খেলে জয় পাওয়া সুইডেন ও ইতালি আছে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।