আগেই ঠিক কার ছিল সবকিছু। কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা বাকি ছিল।
আজ দুই ক্লাবই আলাদা বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। চার বছরের জন্য সৌদির ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মাহরেজ। যদিও আর্থিক বিষয় নিয়ে কিছুই বলা হয়নি আনুষ্ঠানিকভাবে। তবে ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা ৩ কোটি ৫০ লাখ ইউরোতে মাহরেজকে ছাড়তে রাজি হয়েছে। সঙ্গে যোগ হতে পারে আরও ৫০ লাখ ইউরো।
২০১৮ সালে লেস্টার সিটি থেকে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমান মাহরেজ। গত বছরই ক্লাবটির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ান তিনি। দলটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩৬ ম্যাচে ৭৮ গোল করেন তিনি। সতীর্থের গোলে সহায়তা করেন ৫৯টিতে।
সিটির হয়ে গত পাঁচ বছরে ১১টি ট্রফি জিতেছেন মাহরেজ। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ৪টি। এছাড়াও লিগ কাপ জিতেছেন ৩টি, এফএ কাপ দুটি এবং চ্যাম্পিয়ন্স লিগ ও কমিউনিটি শিল্ড ১টি করে।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
আরইউ