ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

বাফুফের তদন্ত কমিটি রিপোর্ট জমা দেবে আজ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
বাফুফের তদন্ত কমিটি রিপোর্ট জমা দেবে আজ

ফিফা কর্তৃক বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ নিষিদ্ধ হওয়ার পর বাফুফে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও সেই সময় বেড়েছে কয়েক দফায়।

আজ তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দেবে বাফুফে নির্বাহী কমিটির কাছে।  

গতকাল তদন্ত কমিটির সভা শেষে কমিটির আহ্বায়ক ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমাদের প্রতিবেদন প্রস্তুত। আগামীকাল (আজ) সভাপতির কাছে হস্তান্তর করব। ’

এরপর প্রতিবেদন নির্বাহী কমিটির সভায় উপস্থাপন করা হবে। সেখানেই মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে৷ আজ বিকেলে তদন্ত কমিটির সদস্যরা আবার বাফুফে ভবনে আসবেন।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।