ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

রুপনা-তহুরাদের হারিয়ে চ্যাম্পিয়ন মারিয়া-সুমাইয়ারা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
রুপনা-তহুরাদের হারিয়ে চ্যাম্পিয়ন মারিয়া-সুমাইয়ারা 

সাতক্ষীরা: সাতক্ষীরায় ওরিয়র স্পোর্টস একাডেমি ফুটবল চাম্পিয়নশিপ-২০২৩ এর শিরোপা জিতেছে এ. আর. স্পোর্টিং ক্লাব। মহিলা ফুটবলের ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল জাতীয় দলের খেলোয়াড় রুপনা চাকমা-তহুরাদের চিংড়ি বাংলা ক্লাব।

রোববার (৩০ জুলাই) বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে এ. আর. স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে জয় তুলে নিয়েছে।

ফাইনালে এ. আর. স্পোর্টিং ক্লাবের আইকন প্লেয়ার হিসেবে মাঠে নামেন জাতীয় দলের মারিয়া মান্ডা ও মাতসুসিমা সুমাইয়া। অপরদিকে চিংড়ি বাংলা ক্লাবের আইকন প্লেয়ার হিসেবে মাঠে নামেন রুপনা চাকমা ও তহুরা।  

প্রথমার্ধের ১৫ মিনিটে এ. আর. স্পোর্টিং ক্লাবের মাতসুসিমা সুমাইয়া চিংড়ি বাংলা ক্লাবের জালে বল জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। জাতীয় দলের স্ট্রাইকার তহুরা খাতুনের নেতৃত্ব চিংড়ি বাংলা ক্লাবের খেলোয়াড়রা বারংবার চেষ্টা করেও গোলের দেখা না পাওয়ায় ১-০ ব্যবধানে শেষ হয় প্রথামার্ধ।

খেলার দ্বিতীয়ার্ধে এ. আর. স্পোর্টিং ক্লাবের স্বপ্না চিংড়ি বাংলা ক্লাবের জালে ফের বল পাঠালে ব্যবধান বেড়ে ২-০ তে গিয়ে ঠেকে। খেলা শেষের ১০ মিনিট আগে ফের গোল দেন এ. আ. স্পোর্টিং ক্লাবের মুন্নি। ফলে ৩-০ গোলে জয় পায় তারা।

ম্যাচ পরিচালনা করেন ফিফার এলিট রেফারি সালমা আক্তার মনি।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন সাতক্ষীরা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও জেলা প্রশাসক হুমায়ুন কবির।  

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।