ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

সৌদিতে বেনজেমা-কন্তের ক্লাবে ফাবিনিয়ো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
সৌদিতে বেনজেমা-কন্তের ক্লাবে ফাবিনিয়ো

ইউরোপিয়ান ফুটবল থেকে একের পর এক ফুটবলার উড়িয়ে নিয়ে যাচ্ছে সৌদি আরব। ক্রিস্টিয়ানো রোনালদো দিয়ে শুরুর পর এই মৌসুমে পাড়ি জমিয়েছেন বেশ কয়েকজন।

একইভাবে বেনজেমা-কন্তের ক্লাব আর ইত্তিহাদে এবার যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনিয়ো।  

সম্প্রতি লিভারপুলের জার্মানি ও সৌদি আরব সফরে ছিলেন না ফাবিনিয়ো। তকে নিয়ে গুঞ্জনটা আরও বেশি বাড়ে তখনই। সেটিই এবার সত্য হলো। আনুষ্ঠানিক ঘোষণাও এলো। কিন্তু আর্থিক বিষয়াদি এখনও প্রকাশ করা হয়নি। যদিও ব্রিটিশ সংবাদমাধ্যম বলছেঠ। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারকে নিতে ৪ কোটি পাউন্ড লেগেছে আল ইত্তিহাদের।

রিয়াল মাদ্রিদের কাস্তিয়াতে বেড়ে ওঠা ফাবিনিয়ে মূল দলেও জায়গা পান। তবে ২০১২-১৩ মৌসুমে পাড়ি জমান মোনাকোতে। সেখানে ৫ বছর কাটিয়ে ২০১৮ সালে যোগ দেন লিভারপুলে। দলটির হয়ে তিনি খেলেছেন ২১৯ ম্যাচ। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কমিউনিটি শিল্প, লিগ কাপ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা।

ব্রাজিল জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন ২৯টি ম্যাচ। ২০২১ কোপা আমেরিকা রানার্স আপ ব্রাজিল দলের অংশ ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।