ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

এমবাপ্পের দলবদল: ফিফার কাছে অভিযোগের পরিকল্পনা পিএসজির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
এমবাপ্পের দলবদল: ফিফার কাছে অভিযোগের পরিকল্পনা পিএসজির

কিলিয়ান এমবাপ্পের সঙ্গে নতুন চুক্তি করতে আগ্রহী ছিল পিএসজি। কিন্তু শতচেষ্টা করেও ব্যর্থ হয় তারা।

গতকাল পর্যন্ত ছিল নতুন চুক্তি করার শেষ সময়। পিএসজি বিশ্বাস করে, ২০২৪ সালে ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দিতে প্রাথমিক চুক্তি করেছেন এমবাপ্পে। আর সেই কারণে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে চায় ফরাসি ক্লাবটি। এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

এমবাপ্পে যে রিয়ালে যাবেন তা জানার জন্য ২০২৪ পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। পিএসজি তেমনটাই মনে করে এবং তাদের কাছে বিভিন্ন প্রমাণও আছে। গত সপ্তাহে এমবাপ্পের জন্য ৩০ কোটি ইউরোর প্রস্তাব দেয় সৌদি আরবের ক্লাব আল হিলাল। পিএসজির পক্ষে থেকে সবুজ সংকেত দিতে খুব দেরি করা হয়নি। তবে এমবাপ্পে সেই প্রস্তাবে রাজি হননি কোনোভাবেই। এমনকি আল হিলালের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করতে ইচ্ছুক নন তিনি।

তাতেই পিএসজি আরও নিশ্চিত হয়ে যায় এমবাপ্পে রিয়ালকে সম্মতিটা দিয়েই ফেলেছেন।  

গত ১২ জুন এক চিঠির মাধ্যমে পিএসজিকে আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তি না করার বিষয়টি জানান এমবাপ্পে। এর পাল্টা জবাবে গত ৩ জুলাই পিএসজি জানায়, হয় নতুন চুক্তি নাহলে এই দলবদলেই ক্লাব ছাড়তে হবে। এমবাপ্পের মতো তারকা খেলোয়াড় কোনোভাবেই বিনামূল্যে ছেড়ে দিতে চায় না ফরাসি ক্লাবটি। তাই তাকে জাপানে দলের প্রাক-মৌসুম সফরের স্কোয়াডেও রাখেনি পিএসজি।  

নতুন চুক্তি করার সময় চলে যাওয়ায় এমবাপ্পে বিক্রি করতে এখন এক পায়ে খাঁড়া পিএসজি। বিভিন্ন সংবাদমাধ্যমের মতে, এমবাপ্পের জন্য আগ্রহ আছে ইংলিশ ক্লাব চেলসির। কিন্তু এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায়নি তারা। হয়তো আগামী কয়েকদিনের ভেতর দিতে পারে।

এদিকে লেকিপ জানায়, পিএসজির কর্মকাণ্ডে খুবই হতাশ হয়ে পড়েছেন এমবাপ্পে। যদিও অনুশীলনে শান্তশিষ্ট ও হাসিমুখেই দেখা যায় তাকে। কিন্তু পিএসজিকে আর্থিকভাবে উপকৃত করার কোনো ভাবনাই তার নেই।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৩
এএইচএস
 

  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।