ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোর গোলে ফাইনালে আল নাসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
রোনালদোর গোলে ফাইনালে আল নাসর

আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের আসরটি ৪২ বছর পুরোনো। কিন্তু এর এর আগে কখনোই টুর্নামেন্টটির ফাইনালে খেলতে পারেনি আল নাসর।

ক্রিস্টিয়ানো রোনালদোর হাত ধরে এবারই সেই আক্ষেপ ঘুচালো সৌদি ক্লাবটি। সেমিফাইনালে ইরাকি ক্লাব আল শোরতাকে ১-০ গোলে হারায় তারা।

শক্তিমত্তায় আল শোরতার থেকে এগিয়েই ছিল আল নাসর। তাই প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে তারা। ইরাকি চ্যাম্পিয়নদের চড়াও হতে থাকেন রোনালদো। কিন্তু কিছুতেই যেন গোলের দেখা পাচ্ছিলেন না। ম্যাচের ৩০ মিনিটে ব্রজোভিচের পাস থেকে জালের ঠিকানা খুঁজে নিলেও সেই গোল বাতিল হয় পর্তুগিজ ফরোয়ার্ড অফসাইডে থাকার কারণে।  

বিরতির পরও প্রতিপক্ষকে চেপে ধরে আল নাসর। এবার গোলের দেখাও পায় তারা। ৭৩ মিনিটে সাদিও মানে বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় দলের হয়ে জয়সূচক গোলটি করেন রোনালদো। এনিয়ে টানা চতুর্থ ম্যাচে গোলের ধারা ধরে রাখলেন তিনি। সেই গোলে ভর করেই ফাইনালে পৌঁছায় আল নাসর।

আগামী শনিবার ফাইনালে আল নাসরের প্রতিদ্বন্দ্বী স্বদেশি ক্লাব আল হিলাল। আসরের দ্বিতীয় সেমিফাইনালে আল শাবাবকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
এএইচএস
  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।