ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

এই মৌসুমেও প্লেয়ার নিবন্ধন নিয়ে ভুগছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
এই মৌসুমেও প্লেয়ার নিবন্ধন নিয়ে ভুগছে বার্সেলোনা

গত মৌসুমেই আর্থিক দৈন্যতার কারণে একই সমস্যা হয়েছিল, এই মৌসুমেই প্লেয়ার নিবন্ধন নিয়ে ধুঁকছে বার্সেলোনা। ২০২৩-২৪ মৌসুমে ক্লাবটির ম্যাচ শুরু হওয়ার বাকি মাত্র দুইদিন।

এখনও লা লিগায় নিবন্ধন করানো হয়নি নতুন চুক্তি করা ইলকাই গিনদোয়ানসহ বেশ কয়েকজনকে।  

গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দেন গিনদোয়ান। এছাড়া ইনিগো মার্তিনেস ও ওরিওল রোমেউকেও দলে টেনেছে ক্লাবটি। কিন্তু তাদের এখনও লা লিগায় নিবন্ধন করাতে পারছে না কাতালানরা। এমনকি চুক্তি নবায়ন করা রোনাল্দো আরাউহো, মার্কোস আলোনসো, সের্হি রবের্তো, ইনাকি পেনার নিবন্ধনও আটকে আছে।  

লা লিগার ফিনান্সিয়াল প্লে’র কারণে গতবারও একই দশা হয়েছে বার্সেলোনার। সেবার রবের্ত লেভানডোভস্কি, রাফিনিয়াসহ বেশ কয়েকজন খেলোয়াড়কে দলে ভিড়িয়ে চমক দেখালেও নিবন্ধন করতে অপেক্ষা করতে হয়েছে অনেক সময়। এই সময় লিগের নীতি মেনে তাদের নিবন্ধনের জন্য বার্সেলোনা ‘ইকোনমিক লেভার'’ হিসেবে ক্লাবের বিভিন্ন সম্পদের অংশ বিক্রি করে।

স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে এবারও একই কাজ করতে যাচ্ছে কাতালানরা। খেলোয়াড়দের নিবন্ধন করানোর জন্য তার ক্লাবের অডিও-ভিডিও বিভাগের কিছু অংশ বিক্রি করার চেষ্টা করছে। আগামী রোববার লিগে গেতাফের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে বার্সেলোনা।  

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।