ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

বার্সেলোনার ক্রীড়া পরিচালকের দায়িত্বে দেকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
বার্সেলোনার ক্রীড়া পরিচালকের দায়িত্বে দেকো

বার্সেলোনার ক্রীড়া পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দেকো। তিন বছরের চুক্তিতে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাবেক এই পর্তুগিজ মিডফিল্ডারকে নিয়োগ দিয়েছে কাতালানরা।

বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ক্লাবটি।

২০০৪ সালে পোর্তো থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন দেকো। খেলোয়াড় হিসেবে যোগ দিয়ে তিনি লা লিগা জিতেছেন দুইবার। ২০০৬ সালে জেতেন চ্যাম্পিয়ন্স লিগ। ক্লাবটির হয়ে চার বছর খেলেছেন এই মিডফিল্ডার।  

এদিকে আগামী মাসের ১ তারিখ বার্সেলোনার ‘ডিরেক্টর অব ফুটবল’ থেকে অব্যাহতি নেবেন মাতেও আলমানি। গত মে মাসে দায়িত্ব ছাড়েন ক্লাবের ক্রীড়া পরিচালক জর্ডি ক্রুইফ। বার্সেলোনা জানিয়েছে, দেকো তাদের ‘ক্রীড়া দর্শনের’ দায়িত্বে থাকবেন এবং কোচ জাভি হের্নান্দেস ও কোচিং স্টাফের বাকি সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘন্টা, আগস্ট ১৭, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।