ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

টাইব্রেকারে সেভিয়াকে হারিয়ে সুপার কাপ জিতল সিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
টাইব্রেকারে সেভিয়াকে হারিয়ে সুপার কাপ জিতল সিটি

আক্রমণে আধিপত্য বজায় রেখে শুরুটা হয় ম্যানচেস্টার সিটির। কিন্তু উল্টো এগিয়ে গিয়ে চমক দেখায় সেভিয়া।

বিরতির বেশ কিছুক্ষণ পর সমতায় ফেরে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। পরবর্তীতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে জিতে উয়েফা সুপার কাপ উঁচিয়ে ধরে পেপ গার্দিওলার দল।  

গতকাল রাতে গ্রিসের এথেন্সে নির্ধারিত সময়ে সেভিয়ার সঙ্গে ১-১ ব্যবধানের ড্র করে ম্যানচেস্টার সিটি। টাইব্রেকারে ৫-৪ গোলে জেতে শিরোপা জিতে নেয় তারা। নির্ধারিত সময়ের মধ্যে সেভিয়াকে শুরুতে এগিয়ে নেন ইউসেফ এন-নেসিরি। আর সিটিজেনদের হয়ে সমতাসূচক গোলটি পান কোল পালমার।

টাইব্রেকারে সিটির পাঁচ শটে গোল করেন আর্লিং হলান্ড, হুলিয়ান আলভারেস, মাতেও কোভাচিচ, জ্যাক গ্রিলিশ ও কাইল ওয়াকার। অপরদিকে সেভিয়ার প্রথম চার শটে জালের দেখা পান লুকাস ওকাম্পোস, রাফা মির, ইভান রাকিতিচ ও গনসালো মনতিয়েল। নেমানিয়া গোদেলের নেওয়া পঞ্চম শট ক্রসবারে লাগায় হতাশায় পুড়তে হয় স্প্যানিশ ক্লাবটিকে।

ম্যাচের ২৫তম মিনিটে দুর্দান্ত সিটির বিপক্ষে সেভিয়াকে এগিয়ে নেন নেসিরি। বাঁ দিক থেকে মার্কোস আকুনিয়ার দারুণ ক্রস বক্স থেকে হেডে লক্ষ্যভেদ করেন মরক্কোর এই ফরোয়ার্ড। পিছিয়ে পড়ে আক্রমণ বাড়াতে থাকে সিটিজেনরা। তবে ফরোয়ার্ডরা ঠিকঠাক সুযোগ কাজে লাগাতে পারেনি।  

বিরতির পর ব্যবধান আরও বাড়াতে পারত সেভিয়া। ওকাম্পোসের পাস থেকে বক্সে বল পেয়ে গোলরক্ষক বরাবর শট নেন নেসিরি। ৬৩তম মিনিটে গিয়ে সমতায় ফেরে সিটি। রদ্রির ক্রস বক্স থেকে হেডে জাল খুঁজে নেন পালমার। শেষদিকে জয়ের জন্য আক্রমণ আরও বাড়াতে থাকে গার্দিওলার দল। কিন্তু শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ম্যাচ গড়া টাইব্রেকারে। সেখানে জিতে নেয় ইংলিশ ক্লাবটি।  

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।