ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

১০ জন নিয়ে খেলে লিভারপুলের সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
১০ জন নিয়ে খেলে লিভারপুলের সহজ জয়

ম্যাচ শুরুর বাঁশি বাজার পর থিতু হতে না হতেই গোল হজম করতে হলো। এরপর ৫৮ মিনিটে পরিণত হলো ১০ জনের দলে।

তবে একজন কম নিয়ে খেলেও প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে প্রথম জয় নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। ঘরের মাঠে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে অলরেডরা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ইয়ুর্গেন ক্লপের দল।

অ্যানফিল্ডে ম্যাচের তৃতীয় মিনিটে লিভারপুল ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের ভুলে বল পেয়ে যান ডমিনিক সোলাঙ্ক। তার পাস থেকে ডান পায়ের শটে বোর্নমাউথকে এগিয়ে দেন অন্তোয়ান সেমেনিয়ো। শুরুতে পিছিয়ে যাওয়া লিভারপুল ম্যাচে ফেরে ২৭ মিনিটে। ডান পায়ের দুর্দান্ত শটে সমতা আনেন কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াস।  

৩৫ মিনিটে ডমিনিক শোবজলাই বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় লিভারপুল। স্পটকিক থেকে মোহামেদ সালাহর নেওয়া শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান বোর্নমাউথ গোলরক্ষক নেতো। কিন্তু তালুবন্দী করতে না পারায় বল আবারও চলে যায় সালাহর কাছে। ফিরতি শটে গোল করতে কোনো ভুল করেননি মিশরীয় ফরোয়ার্ড।

এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধেও ম্যাচের দখল নেয় লিভারপুল। ৫৮ মিনিটে রায়ান ক্রিস্টিকে ফাউল করে লাল কার্ড দেখেন দলটির আর্জেন্টাইন মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তার। কিন্তু প্রতিপক্ষ থেকে একজন খেলোয়াড় কম নিয়েও অসুবিধায় পড়েনি স্বাগতিকরা। উল্টো ৬২ মিনিটে ব্যবধান বাড়ায় ইয়ুর্গেন ক্লপের দল। ক্লোজ রেঞ্জ থেকে দিয়োগো জতার শট খুঁজে নেয় জালের ঠিকানা।  

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।