ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপে খেলার স্বপ্ন হাসান মিয়ার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
বিশ্বকাপে খেলার স্বপ্ন হাসান মিয়ার

বসুন্ধরা গ্রুপ তৃতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় বিভাগে উঠেছে চকবাজার কিংস। দলের এই সাফল্য আরও বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা দিচ্ছে দলের অধিনায়ক হাসান মিয়াকে।

আগামীতে জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন হাসানের। একদিন বাংলাদেশ বিশ্বকাপে খেলবে এমন স্বপ্নই দেখেন বিকেএসপির এই ফুটবলার।

আজ শিরোপা উদযাপনের ম্যাচে জয়ের পর নিজের স্বপ্নের কথা জানিয়েছেন হাসান। তিনি বলেন, ‘দল দ্বিতীয় বিভাগে উঠেছে খুবই আনন্দ লাগছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মত না। দ্বিতীয় বিভাগেও আমরা ভালো করার বিষয়ে আশাবাদী। ’

‘আগামীতে জাতীয় দলের হয়ে খেলতে চাই। দেশের জন্য ভালো কিছু করতে চাই।  বর্তমান সময়ে বাংলাদেশ ফুটবলে বেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এভাবে এগিয়ে যেতে থাকলে আগামীতে বিশ্বকাপে খেলবে। ’ যোগ করেন তিনি।

ঘরোয়া ফুটবলে কমলাপুরের স্টেডিয়ামই বাফুফের একমাত্র সম্বল। তবে কমলাপুরের টার্ফ নিয়ে অভিযোগ প্রায় সব দলেরই। এর ব্যাতিক্রম হলো না হাসানের ক্ষেত্রেও। তিনি বলেন, ‘এই টার্ফটা আসলে খেলার উপযোগি না। এখানে খেলে আমাদের খেলোয়াড়দের ইনজুরি হচ্ছে। এখানে আরও ভালো মানের টার্ফ বসানো উচিত। ’

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, ২৩ আগস্ট ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।