ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

ফুটবল

বার্সেলোনায় ২০২৮ পর্যন্ত থাকছেন টের স্টেগেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, আগস্ট ২৫, ২০২৩
বার্সেলোনায় ২০২৮ পর্যন্ত থাকছেন টের স্টেগেন

বার্সেলোনায় চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ক্লাবটির অভিজ্ঞ গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। তিন বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন তিনি।

এক বিবৃতিতে আজ বিষয়টি নিশ্চিত করে কাতালান ক্লাবটি।

২০২৫ সাল পর্যন্ত বর্তমান চুক্তি ছিল টের স্টেগেনের। সেটি বাড়িয়ে ২০২৮ সাল পর্যন্ত ক্যাম্প ন্যুয়ে থাকার চুক্তি করেছেন তিনি। নতুনি চুক্তিতে তার রিলিজ ক্লজ রাখা হয়েছে ৫০ কোটি ইউরো। এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে, নতুন এই চুক্তিতে বেতন কমানোর জন্যও রাজি হয়েছেন এই গোলরক্ষক।  

বার্সেলোনায় টের স্টেগেনের পথচলা শুরু হয় ২০১৪ সাল থেকে। তখন থেকে এই পর্যন্ত খেলেছেন ৩৭৯ ম্যাচ। কাতালান দলটির ইতিহাসে গোলরক্ষকদের মধ্যে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় চতুর্থ স্থানে আছেন এই জার্মান।

কাতালানদের হয়ে টের স্টেগেন জিতেছেন বেশ কয়েকটি শিরোপা। যার মধ্যে রয়েছে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোপা।  

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।