ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

ফুটবল

নেইমার আসছেন বাংলাদেশে, জানালেন তার ঘনিষ্ঠ বন্ধু

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, মে ৭, ২০২৫
নেইমার আসছেন বাংলাদেশে, জানালেন তার ঘনিষ্ঠ বন্ধু

বিশ্ব ফুটবলের এক উজ্জ্বল নাম নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে একনজর দেখার স্বপ্ন দেখেন কোটি ভক্ত।

এবার সেই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে বাংলাদেশি সমর্থকরা—প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন সেলেসাওদের 'পোস্টার বয়' নেইমার।

সাম্প্রতিক বছরগুলোতে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস ও ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো ঢাকায় এসেছিলেন। এবার সেই ধারাবাহিকতায় নেইমারও আসছেন বাংলাদেশে। বিষয়টি নিশ্চিত করেছেন নেইমারের ঘনিষ্ঠ বন্ধু এবং বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী রবিন মিয়া।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে রবিন মিয়া বলেন, "নেইমারের বাংলাদেশ সফরের বিষয়ে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে আলোচনা সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের শুরুতেই আমরা তাকে বাংলাদেশে আনতে পারব। "

রবিন জানান, দীর্ঘদিন ধরে নেইমারের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করছেন তিনি। নেইমারের সফরকে ঘিরে বাংলাদেশে একটি চ্যারিটি ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে তার ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ মিলবে।

নেইমারকে নিয়ে আলোচনার শেষ নেই। এক সময় মনে করা হচ্ছিল, তিনিই হতে যাচ্ছেন মেসি-রোনালদোর উত্তরসূরি। দক্ষতা, গতি ও সৃজনশীলতায় তিনি ছিলেন ব্যতিক্রমী। তবে চোট-আঘাতের কারণে তার ক্যারিয়ার বারবার ব্যাহত হয়েছে। ইউরোপ ও সৌদির আরবের ক্লাব ফুটবলের পাট চুকিয়ে এখন তিনি নিজ দেশের ক্লাব সান্তোসের হয়ে খেলছেন। যদিও ব্রাজিলে ফিরে যাওয়ার পর ফের চোটের সঙ্গে লড়তে হচ্ছে তাকে। তবুও জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। এখনো বিশ্বের অন্যতম পছন্দের ফুটবল তারকা তিনি।

নেইমারের বাংলাদেশ সফরের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। এর আগের রোনালদিনহো বা মার্তিনেস সফরে অনেক ভক্ত প্রত্যাশিতভাবে দেখা করতে না পারায় হতাশ হন। নেইমারের সফরে যেন সবার জন্য কিছু সুযোগ রাখা হয়—এমনটাই প্রত্যাশা করছেন অনুরাগীরা।

এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।