ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

বাফুফের ঐতিহাসিক নিলামে হঠাৎ অস্থিরতা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
বাফুফের ঐতিহাসিক নিলামে হঠাৎ অস্থিরতা

বাংলাদেশের ফুটবলে প্রথমবারের মত নিলামে উঠলো ফুটবলাররা। বাফুফে এলিট একাডেমির দশ ফুটবলারকে একাধিক ক্লাব চাওয়ায় এমন পথে হাঁটতে হয়েছে বাফুফের ডেভেলপমেন্ট কমিটিকে।

তবে ঐতিহাসিক এই নিলামে এক ফুটবলারকে কেনা নিয়ে বিতর্কে জড়ায় মোহামেডান এবং ব্রাদার্স ইউনিয়ন।

শেষ পর্যন্ত বাফুফের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনা ঘটে বাফুফে এলিট অ্যাকাডেমির ফুটবলার আজিজুল হক অনন্তের নিলামকে ঘিরে। তার ভিত্তিমূল্য ছিল পাঁচ লাখ। ব্রাদার্স ইউনিয়ন তাকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করে। অন্য কোনো দল আগ্রহ প্রকাশ না করাায় নিলাম পরিচালক তাকে সোল্ড বলে ঘোষণা দেন।  

তবে একটু পরেই বাধে বিপত্তি। মোহামেডানের সমর্থক গোষ্ঠি থেকে অভিযোগ তোলা হয় যে মোহামেডান দাম হাকিয়েছিল, তবে তা পরিচালকের দৃষ্টি এড়িয়ে গেছে। বিতর্কে নিলাম বন্ধ থাকে প্রায় দশ মিনিট। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে বাফুফে কর্তাদের হস্তক্ষেপে সিদ্ধান্ত হয় সবশেষে আবারও তাকে নিলামে তোলার।  

সবশেষে আবারও অনন্তকে নিলামে তোলা হলে ব্রাদার্স এবং মোহামেডান ছাড়া আর কোনো দল আগ্রহ দেখায়নি। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১০ লাখ টাকায় অনন্তকে দলে নেয় ব্রাদার্স।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।