ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

গোল পাননি মেসি, জয় পায়নি মায়ামি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
গোল পাননি মেসি, জয় পায়নি মায়ামি

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে পায়ের যাদু দেখিয়ে চলেছেন মেসি। একের পর এক গোল ও অ্যাসিস্টে দলকে জিতিয়ে চলেছেন তিনি।

তবে এই প্রথম পারলেন না গোল বা সহায়তা করতে। আর দলও জিততে পারেনি।  

আজ সকালে মেজর লিগ সকারে (এমএলএস) ম্যাচে ন্যাশভিল এসসির সঙ্গে গোলশূন্য ড্র করে ইন্টার মায়ামি। ক্লাবটির জার্সিতে প্রথমবার ঘরের মাঠে কোনো গোল পাননি মেসি। সবমিলিয়ে এর আগের ৯ ম্যাচের একটিতে মাত্র গোলের দেখা পাননি। ম্যাচটি ছিল এফসি সিনসিনাতির বিপক্ষে। সেটিতে অবশ্য গোলে সহায়তা করেছিলেন। তবে এই ম্যাচে এসে প্রথমবারের মতো গোল বা অ্যাসিস্টের দেখা পাননি।

ড্রাইভ পিংক স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো উল্লেখযোগ্য সুযোগ পাননি মেসি। বিরতির পর ৬১তম মিনিটে গিয়ে ফ্রি-কিক পান। তার শট অবশ্য ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক এলিয়ট পানিকো। ম্যাচের শেষভাগে যোগ করা সময়ে আরেকটি সুযোগ পেয়েছিলেন মেসি। তবে এবারও ন্যাশভিলকে রক্ষা করেন গোলরক্ষক।  

ম্যাচে চারটি সেভ করেন ন্যাশভিল গোলকিপার পানিকো, মায়ামির গোলকিপার ড্রেক ক্যালেন্ডার করেন দুটি সেভ।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।