ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসি-ডি ব্রুইনাকে টপকে উয়েফার বর্ষসেরা হলান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
মেসি-ডি ব্রুইনাকে টপকে উয়েফার বর্ষসেরা হলান্ড

বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমিয়ে বিশ্বকে নিজের জাত চেনালেন আর্লিং ব্রট হলান্ড। ‘গোলমেশিন’ উপাধি পাওয়া এই স্ট্রাইকার প্রথম মৌসুমেই ক্লাবের হয়ে জিতেছেন ট্রেবল।

আর তার পুরস্কারও পেয়েছেন তিনি। লিওনেল মেসি ও কেভিন ডি ব্রুইনাকে হারিয়ে প্রথম বারের মতো জিতে নিয়েছেন উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।

মোনাকোর গ্রিমাল্ডি ফোরামে আজ হলান্ডের হাতে পুরস্কার তুলে দেয় উয়েফা। ঠিক দুইদিন আগে প্রিমিয়ার লিগের সেরা ফুটবলারের পুরস্কারও নিজের নামে করে নেন নরওয়ের এই তরুণ স্ট্রাইকার। ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে বেশ কয়েকটি মান্থলি অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।

জার্মান ক্লাব ডর্টমুন্ড থেকে ৬০ মিলিয়ন ইউরোতে হলান্ডকে দলে ভেড়ায় সিটি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২০২২-২৩ মৌসুমেই তিনি করেন ৫২ গোল। দলের হয়ে জেতেন প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাাম্পিয়ন্স লিগের ‘ট্রেবল’ শিরোপা।  

প্রিমিয়ার লিগে হলান্ডের শুরুটা হয় দুর্দান্ত। একের পর এক গোল করে লিগের দুই লিজেন্ড অ্যালান শেয়ারের এবং আন্দ্রে কোলের রেকর্ড ভেঙে ফেলেন। ৩৬ গোল করে দলকে করেন প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন। আরও একটি দারুণ রেকর্ড গড়েন তিনি। সবমিলিয়ে ৫২ গোল করা প্রথম প্রিমিয়ার লিগ ফুটবলার বনে যান নরওয়ের এই স্ট্রাইকার।

চ্যাম্পিয়ন্স লিগেও তার এই যাত্রা অব্যাহত থাকে। সবমিলিয়ে ২০২২-২৩ মৌসুমে করেন ১২ গোল। কোনো ইংলিশ ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে এটিই সর্বোচ্চ গোলসংখ্যা। যেটি হলান্ড ছাড়া করতে পেরেছিলেন কেবল একজন; সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার রুদ ফন নিসতেলরয়।  

গত মৌসুমের শেষ ষোলোতে আরবি লাইপজিগকে ৭-০ গোলে উড়িয়ে দেয় সিটি। যে ম্যাচে একাই পাঁচ গোল করেন হলান্ড। একইসঙ্গে গড়েন এক দুর্দান্ত রেকর্ড। সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে সবার চেয়ে কম ম্যাচে ৩৫ গোলের মাইলফলকে পৌঁছান এই স্ট্রাইকার। এছাড়া ইতিহাসের তৃতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে তিনি পাঁচ গোল করার রেকর্ড গড়েন।  

হলান্ডের এই অতিমানবীয় পারফরম্যান্সের কাছে হেরে গিয়েছেন নিজের সতীর্থ কেভিন ডি ব্রুইনা ও আর্জেন্টিনার ৩৬ বছরের খরা ঘুচিয়ে বিশ্বকাপ এনে দেওয়া লিওনেল মেসিও। নিজের এই অর্জনের ধারা অব্যাহত রাখতে চান বলে জানিয়েছেন সিটির এই স্ট্রাইকার।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।