ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

৫৯০ কোটি টাকায় ফরোয়ার্ড কিনলো চেলসি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
৫৯০ কোটি টাকায় ফরোয়ার্ড কিনলো চেলসি সংগৃহীত ছবি

ম্যানচেস্টার সিটি থেকে কোল পালমারকে ৪২.৫ মিলিয়ন ইউরোয় (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯০ কোটি টাকা) দলে ভেড়ালো চেলসি। ২১ বছর বয়সী পালমার ইংল্যান্ড-২১ অনূর্ধ্ব দলের ফরোয়ার্ড।

পালমারকে কিনতে প্রাথমিকভাবে ৪০ মিলিয়ন পাউন্ড খরচ করেছে চেলসি। এর সঙ্গে ২.৫ মিলিয়ন পাউন্ড রয়েছে অন্যান্য সুযোগ-সুবিধা বাবদ। চুক্তির মেয়াদ ৭ বছরের। সঙ্গে আরও এক বছর চুক্তি বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে।

এই গ্রীষ্মে ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য ছিলেন পালমার। সিটির অ্যাকাডেমি থেকে ওঠে আসা এই ফরোয়ার্ড সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপ এবং আর্সেনালের বিপক্ষে কমিউনিটি শিল্ড- দুই ম্যাচেই গোলের দেখা পেয়েছিলেন। এর মধ্যে সুপার কাপে জয় পেলেও কমিউনিটি শিল্ডে হেরে যায় সিটিজেনরা

এর আগে সিটির কোচ পেপ গার্দিওলা জানিয়ে দিয়েছিলেন, পালমারকে ধারে ছাড়া হবে না। গ্রীষ্মের শুরুর দিকে এরকম একটি প্রস্তাব দিয়েছিল ওয়েস্টহ্যাম। কিন্তু তাতে রাজি হয়নি ম্যানসিটি। তবে এবার চেলসি সরাসরি চুক্তির প্রস্তাব দেওয়ায় সম্মতি জানিয়েছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৩
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।