ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

আফগানিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে নেমেছে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
আফগানিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে নেমেছে বাংলাদেশ

বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম প্রীতি ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি নিতেই দুটি প্রীতি ম্যাচে খেলছে এই দুই দল।

 কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়।  

এদিন ৪-১-২-১-২ ফর্মেশনে দল সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। গোলপোস্টের নিচে যথারীতি আনিসুর রহমান জিকো। রক্ষণভাগে আগের দুই ম্যাচে দারুণ খেলা তারিক কাজী। তপু বর্মণের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। তাদের দুই পাশে থাকছেন ঈসা ফয়সাল ও বিশ্বনাথ ঘোষ।  

মোহাম্মদ হৃদয় একাদশে আছেন এই ম্যাচেও। তার সামনে থাকছেন দুই সোহেল রানা। একটু ওপরে দুই ফরোয়ার্ডের ঠিক নিচে প্লেমেকার হিসেবে থাকছেন জামাল ভূঁইয়া। সবার সামনে প্রতিপক্ষের গোলপোস্ট খুঁজে নেওয়ার দায়িত্বে রাকিব হোসেন ও মোরসালিন শেখ জুটি।  

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো; ঈসা ফয়সাল, তপু বর্মণ, রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ; মোহাম্মদ হৃদয়; সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা; জামাল ভুঁইয়া; রাকিব হোসেন ও মোরসালিন শেখ।

বাংলাদেশ সময় : ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।