ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

কিংস অ্যারেনায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজন গৌরবের: ইমরুল হাসান

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
কিংস অ্যারেনায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজন গৌরবের: ইমরুল হাসান

ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হলো বসুন্ধরা কিংস অ্যারেনার। দেশের প্রথম কোনো ক্লাব হিসেবে নিজস্ব মাঠে ফিফা স্বীকৃত ম্যাচ আয়োজন করতে পারা গৌরবের, এমনটাই বললেন বাফুফে সহ-সভাপতি এবং বসুন্ধরা কিংসের চেয়ারম্যান ইমরুল হাসান।

 

আজ বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের মধ্য দিয়ে বসুন্ধরা কিংস অ্যারেনার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া নিয়ে ইমরুল হাসান বলেন, ‘স্বভাবতই আনন্দের বিষয়। কিংস অ্যারেনা আমাদের নিজস্ব ভেন্যু ছিল। সেটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আজ বাংলাদেশ জাতীয় দলের ম্যাচের মধ্য দিয়ে এখানে আন্তর্জাতিক ম্যাচের অভিষেক হলো, এটা আমাদের জন্য বাড়তি গৌরবের বিষয়। আমরা আনন্দিত। আশা করছি পরবর্তীতে যেসব ম্যাচগুলো রয়েছে তা আমরা আরও ভালোভাবে আয়োজন করতে পারবো। ’ 

হাড্ডাহাড্ডি লড়াই করলেও আজ আফগানদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। ম্যাচে বেশ কিছু ভালো গোলের সুযোগ মিস করেছেন রাকিব-মোরসালিনরা। তবে দলের খেলায় সন্তুষ্ট কিংস প্রেসিডেন্ট। তবে জয় দিয়ে আন্তর্জাতিক অভিষেক রাঙাতে পারলে আরও ভালো লাগতো বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ ভালো খেললেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি। এতে ফরোয়ার্ডদের দায় দেখেন তিনি। ইমরুল বলেন, ‘যেহেতু আফগানিস্তান আমাদের চেয়ে র‌্যাংকিংয়ে অনেক এগিয়ে তাদের হারাতে পারলে একটা বাংলাদেশের ফুটবলে একটা বাড়তি উদ্দীপনা যোগ হতো। আমরা বেশ কিছু সহজ সুযোগ পেয়েছিলাম। ফরোয়ার্ডদের ব্যর্থতায় তা কাজে লাগাতে পারিনি। তবে আজকের খেলায় দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। ’ 

আজ খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের স্বপ্নদ্রষ্টা আহমেদ আকবর সোবহান। তার সঙ্গে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোবহান আনভীর এবং ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীর।  

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে ম্যাচ চলাকালে কথা বলেছেন বাফুফে চেয়ারম্যান কাজী সালাউদ্দীন। এ বিষয়ে ইমরুল হাসান বলেন, ‘বাংলাদেশের ফুটবল নিয়ে তাদের মধ্যে কথা হচ্ছিল। বাফুফের প্রেসিডেন্ট বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে বলছিলেন এরকম আরও যদি দু’একটা কর্পোরেট গ্রুপ এগিয়ে আসতো তাহলে বাংলাদেশের ফুটবলে আগের সেই সুদিন ফিরে আসতো। এছাড়া আজকে বসুন্ধরা গ্রুপের ম্যানেজমেন্টের যারাই বাংলাদেশের খেলা দেখেছেন তারা দলের প্রতি সন্তুষ্ট। ’

বসুন্ধরা কিংসের মতো অন্য ক্লাবগুলোও যদি নিজস্ব স্টেডিয়াম বানায় তবে দেশের ফুটবলে উন্নতি হবে বলে মনে করেন ইমরুল হাসান। তিনি বলেন, ‘জাতীয় দলের ম্যাচ দিয়ে আমরা আমাদের ভেন্যুতে আন্তর্জাতিক অনুমোদন পেলাম। এটা বসুন্ধরার জন্য যেমন একটা প্রাপ্তি, তেমনই বাংলাদেশের ফুটবলের জন্যও একটা প্রাপ্তি। বাংলাদেশের আরও ক্লাব যদি কর্পোরেট হাউজকে যুক্ত করে নিজেদের ভেন্যু তৈরি করে এবং সেগুলো যদি আন্তর্জাতিক মানের হয়; তবে সেটা বাংলাদেশের ফুটবলের জন্য বড় প্রাপ্তি হবে। ’

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।