ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

ফুটবল

মোরসালিনের সঙ্গে বোঝাপড়ার রহস্য বললেন বিশ্বনাথ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
মোরসালিনের সঙ্গে বোঝাপড়ার রহস্য বললেন বিশ্বনাথ

বাংলাদেশের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচের আগে দলের ডিফেন্ডার বিশ্বনাথকে নিয়ে সতর্ক ছিলেন আফগান কোচ। তবে প্রথম ম্যাচে তাকে ঠিক সেভাবে খেলতে দেখা যায়নি।

আজ বিশ্বনাথের পাস থেকেই গোল করেন মোরসালিন। ম্যাচ শেষে জানালেন প্রথম ম্যাচে ঠিক মনোযোগ দিয়ে খেলতে পারেননি তিনি।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। ঐ ম্যাচে নিজের পারফরম্যান্স নিয়ে বিশ্বনাথ বলেন,  ‘প্রথম ম্যাচে আমি মনোযোগি ছিলাম না। ম্যাচে পুরোপুরি মনযোগ দিয়ে খেলতে পারছিলাম না কারণ ঐদিন আমার ছোট বেলার কোচ আতিকুর রহমানের মৃত্যু সংবাদ পেয়েছিলাম। সে আমার পিতৃতুল্য ছিলেন। বিপদে আপদে তাকেই আগে পেতাম। মাঠে যখন খেলছিলাম তার কথা মনে পড়ছিল। পরে কোচ (কাবরেরা) আমাকে বলেছেন আমার কোথায় কোথায় ভুল ছিল। সেগুলো নিয়ে কাজ করেছি। ’

ক্লাব পর্যায়ে বসুন্ধরা কিংসে খেলেন বিশ্বনাথ এবং মোরসালিন। এই বোঝাপড়া বাড়তি সুবিধা দিয়েছে বলে মনে করেন তিনি। বিশ্বনাথ বলেন,  ‘যেহেতু আমরা ক্লাবে একসঙ্গে খেলি এটা আমাদের জন্য একটা বাড়তি সুবিধা। আমরা বুঝি যে কে কোথায় কখন যাবে। যেমন  রাকিব যখন আমাকে বলটা দিয়েছে তখন আমি মুখ করেছি দেখেই রাকিব আমাকে বলটা দিয়েছে। দীর্ঘদিন একসাথে খেলার ফলে বোঝাপড়াটা হয়ে যায়। আমি সামনে তাকিয়ে দেখলাম মোরসালিন আছে আমার কাজ ছিল বলটা দেওয়া আমি দিয়েছি। ’

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।