ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

মেসি প্রিয় খেলোয়াড়, তবে আমি রোনালদোকে অনুসরণ করি : মোরসালিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
মেসি প্রিয় খেলোয়াড়, তবে আমি রোনালদোকে অনুসরণ করি : মোরসালিন

বলটা জালে ফেলেই শূন্যে লাফিয়ে দুই হাত উপরে তুলে মাটিতে নামলেন মোরসালিন শেখ। এরপর ছড়িয়ে দিলেন হাত দুটো।

উদযাপনটা চেনা চেনা মনে হচ্ছে? হওয়ারই কথা। ফুটবল ভক্তদের কাছে তা অপরিচিত কিছু নয়। বছরের পর বছর এমন উদযাপন দেখে আসছেন তারা। যার স্রষ্টা ক্রিস্টিয়ানো রোনালদো।

গতকাল ফিফা প্রীতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের হয়ে হার বাঁচানো গোলটি করে 'সিইউউউ...' উদযাপন করেন মোরসালিন। ম্যাচশেষে ১৭ বছর বয়সী এই ফুটবলার জানালেন, ছোট থেকে রোনালদোর ভক্ত তিনি। তাই রোনালদোর মতো নিজেও সাত নম্বর জার্সি পরে থাকেন। লিওনেল মেসিকে ভালো লাগলেও রোনালদোর চেয়ে উঁচুতে রাখেন না তিনি।

মোরসালিন বলেন, 'আমি যখন ছোট, তখন থেকেই আমি রোনালদোর ভক্ত ছিলাম। আমার স্বপ্ন ছিল, জাতীয় দলে আমার জার্সি নম্বর ৭ হবে। আল্লাহ রহমতে সেটা হয়েছে। মেসি আমার প্রিয় খেলোয়াড়, তবে আমি রোনালদোকে অনুসরণ করি। ' 

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।