ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

ফিফা ‘দ্য বেস্টে’র দৌড়ে মেসি-এমবাপ্পে-হালান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
ফিফা ‘দ্য বেস্টে’র দৌড়ে মেসি-এমবাপ্পে-হালান্ড

বরাবরের মতো এবারও দ্য বেস্ট অ্যাওয়ার্ডের আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। আগামী ৬ অক্টোবর পর্যন্ত পছন্দের খেলোয়াড়দের ফিফার ওয়েবসাইটে গিয়ে ভোট দিতে পারবেন ভক্তরা।

তার আগে ঘোষণা করা হয়েছে সংক্ষিপ্ত তালিকা। বর্ষসেরা পুরুষ ফুটবলার হওয়ার দৌড়ে আছেন লিওনেল মেসি, আরলিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পেসহ ১২ জন। ব্যালন ডি'অরের পর এখানেও নাম নেই দুইবারের বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর।
 
গত বছরের ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হবে ফিফা দ্যা বেস্ট পুরস্কার। বর্ষসেরা পুরুষ ফুটবলারে মনোনয়ন পাওয়া ১২ জনের মধ্যে ৬ জনই ট্রেবলজয়ী ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন।
 
একইদিন বর্ষসেরা নারী ফুটবলার, বর্ষসেরা গোলরক্ষক (নারী ও পুরুষ), বর্ষসেরা কোচ (নারী ও পুরুষ), বর্ষসেরা গোল, বর্ষসেরা একাদশ ঘোষণা করবে ফিফা।
 
মনোনীতদের তালিকা
বর্ষসেরা পুরুষ ফুটবলার: হুলিয়ান আলভারেস, মার্সেলো ব্রসোভিচ, কেভিন ডি ব্রুইনা, ইলকায় গুন্দোয়ান, আরলিং হালান্ড, রদ্রি, খোভিচা কোয়ারাৎসখেলিয়া, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, ভিক্টোর ওসিমেন, ডেকলান রাইস, বের্নার্দো সিলভা।
 
বর্ষসেরা নারী ফুটবলার: আইতানা বোনমাতি, লিন্দা কাইসেদো, রাচেল দালি, কাদিদিয়াতু দিয়ানি, কাইতলিন ফুর্দ, ম্যারি ফউলার, অ্যালেক্স গ্রিনউড, হেনিফার এরমোসো, লিন্ডসে হোরান, আমান্দা ইলেস্তেদ, লরেন জেমস, স্যাম কের, মাপি লিও, হিনাতা মিয়াজাওয়াম, সালমা পারায়উলো, কেইরা ওয়াল্ড।
 
বর্ষসেরা নারী কোচ: পিয়েতার এরহারচন, হোনাথন গিরালদেস, টনি গুস্তাভসন, এমা হায়েস, সারিনা উইগমান।
 
বর্ষসেরা পুরুষ কোচ: পেপ গার্দিওলা, সিমোন ইনজাঘি, আঞ্জ পোস্তেকগলু, লুসিয়ানো স্পাল্লেত্তি, জাভি।
 
বর্ষসেরা নারী গোলরক্ষক: ম্যাকেঞ্জি আর্নল্ড, আন কাতরিন বেরগার, কাতালিনা কোলি, ম্যারি ইয়ার্পস, ক্রিস্তিয়ান এন্দলার, জেকিরা মুসোভিচ, সান্দ্রা পানোস গার্সিয়া-ভিয়ামিল।
 
বর্ষসেরা পুরুষ গোলরক্ষক: ইয়াসিন বুনো, থিবো কোর্তোয়া, এদেরসন, আন্দ্রে ওনানা, আন্দ্রে টের স্টেগান।
 
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
এএইচএস
 
 
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।