ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

ফুটবল

বাফুফে একাডেমির যাত্রা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
বাফুফে একাডেমির যাত্রা শুরু

ফুটবল প্রশিক্ষণের জন্য বাফুফে অনাবাসিক একাডেমি শুরু করেছে। সেই একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে আজ।

৮ থেকে ১০ ও ১১ থেকে ১৪ দুই বয়সভিত্তিক পর্যায়ে ৪০ জন করে ক্ষুদে ফুটবলার ভর্তি করেছে বাফুফে। অনাবাসিক ভিত্তিতে সপ্তাহে তিন দিন (বৃহস্পতিবার বিকেল ও শুক্র-শনি সকালে) অনুশীলন করবে ক্ষুদে ফুটবলাররা।  

আজ উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন একাডেমির দূত এবং বিশিষ্ট নাট্যাভিনেতা জাহিদ হাসান। তিনি বাফুফের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, 'বাফুফের এমন উদ্যোগটি দারুণ আমাকে সম্পৃক্ত করায় খুবই কৃতজ্ঞ। বিশেষ করে আজ যারা এখানে উপস্থিত হয়েছে সেই সকল অভিভাবকদের কৃতজ্ঞতা জানাচ্ছি। ’

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, 'আমাদের প্রায় সকল অভিভাবকরা বাচ্চাদের চাপ দেন ক্লাসে ফার্স্ট হতে হবে। মেসি, রোনালদোরা ক্লাসে ফার্স্ট হননি, কিন্তু তারা বিশ্বের সেরা। বাংলাদেশের সাকিব আল হাসানও ক্লাসে ফার্স্ট হননি। এমনকি আমি জাতীয় পর্যায়ে নানা পুরস্কার পেয়েছি আমিও কিন্তু ক্লাসে ফার্স্ট হইনি। আমি মন খুলে দোয়া করি আজ যারা এখানে এসেছে তারা সবাই একদিন জাতীয় দলে খেলবে। '

বাফুফের অনাবাসিক একাডেমির স্বপ্নদ্রষ্টা ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। আজ একাডেমি উদ্বোধন করে অনেকটাই তৃপ্ত তিনি, 'ছেলেরা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছে। তারা ফুটবল শিখতে চায় আমরা তাদের সুযোগ করে দিতে পেরেছি এটাই আমাদের ভালো লাগা। এটা মূলত শরীর ও মন ভালো রাখার জন্য ফুটবল প্রোগ্রাম এরপরও এখান থেকে ভালো মেধাবী খেলোয়াড় থাকলে আমাদের এলিট একাডেমিতে ট্রায়ালের সুযোগ পাবে। '

দেশের অন্যতম শীর্ষ কোচ মারুফুল হক ডেভলপমেন্ট কমিটির সদস্য। কমিটির সদস্য হিসেবে এই একাডেমীর তত্ত্বাবধায়ক হিসেবে রয়েছেন। তৃণমূলে বাচ্চাদের শেখানোর কারিকুলাম কোচদের তিনি ইতোমধ্যে ব্রিফ করেছেন। মাঝে মধ্যে নিজেও সশরীরে হাজির হবেন।

জাতীয় দলের ফলাফল ব্যর্থতা ও প্রশাসনিক নানা কারণে বাফুফে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সমালোচনায় থাকে সব সময়। বাচ্চাদের ফুটবল শেখানোর এমন উদ্যোগকে অবশ্য সাধুবাদ জানিয়েছে সকল অভিভাবকই।  

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।