ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পিছিয়ে পড়েও লিভারপুলের জয়, ক্লপের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
পিছিয়ে পড়েও লিভারপুলের জয়, ক্লপের রেকর্ড

টানা ছয় মৌসুম চ্যাম্পিয়নস লিগের খেলার পর এবার ইউরোপা লিগ খেলতে হচ্ছে লিভারপুলকে। আসরের শুরুটা জয় দিয়ে করেছে অলরেডরা।

পিছিয়ে পড়েও লাস্ক লিনজেকে ৩-১ গোলে হারিয়েছে তারা।

এই জয়ে লিভারপুল কোচ হিসেবে নতুন রেকর্ড গড়লেন ইয়ুর্গেন ক্লপ। ইউরোপিয়ান ফুটবলে অলরেডদের হয়ে এটি তার ৫০তম জয়। এর আগে রেকর্ডটি দখলে ছিল ৪৯ ম্যাচ জেতা রাফায়েল বেনিতেসের।  

রোববার প্রিমিয়ার লিগের খেলা থাকায় এই ম্যাচে দ্বিতীয় সারির একাদশ সাজান ক্লপ। লাস্কের মাঠে ম্যাচের ১৪ মিনিটেই পিছিয়ে যায় তার দল। বিরতির পর পেনাল্টি থেকে লিভারপুলকে সমতায় ফেরান দারউইন নুনেস। ৬৩ মিনিটে পর লুইস দিয়াসের গোলে এগিয়ে যায় অলরেডরা। শেষ মুহূর্তে গিয়ে স্কোরশিটে নাম লেখান মোহামেদ সালাহ। দারুণ এক গোলে সাবেক আর্সেনাল তারকা থিয়েরি অঁরির রেকর্ডে ভাগ বসান তিনি। ইংলিশ ক্লাবের হয়ে ইউরোপের বড় টুর্নামেন্টে এত দিন সর্বোচ্চ গোলের রেকর্ডটি (৪২) অঁরির একার ছিল।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।