ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বাংলাদেশের জালে জাপানের আট গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
বাংলাদেশের জালে জাপানের আট গোল

এশিয়ান গেমসে শুরুতেই বাংলাদেশের নারী ফুটবল দল বাজে এক অভিজ্ঞতা অর্জন করেছে। জাপানের বিপক্ষে ৮-০ ব্যবধানে হেরেছে তারা।

দুই অর্ধে চার গোল করে হজম করতে হয়েছে সাবিনা খাতুনদের।

বাংলাদেশের চেয়ে জাপান অবশ্য অনেক এগিয়ে। তাদের বিপক্ষে নামার আগে অন্ত সম্মানজনক হারের আশাটা রাখা হয়েছিল। কিন্তু সেটিও হলো না। জাপানের গোলবন্যার ম্যাচে অসহায় হয়ে পড়েছিল সাবিনারা।  

ওয়েংজু অলিম্পিক স্পোর্টস স্টেডিয়ামে জাপানের মেয়েদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের মেয়েরা। ম্যাচের সপ্তম মিনিটেই চিবার গোলে এগিয়ে যায় জাপান। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন তানিকা। ২৯ মিনিটে চিবা আরেকটি গোল করেন। বিরতির আগে আরেক গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে সাকিবারার জোড়া গোল, তানিকা আরেকটি ও হুইকাতা এক গোল করেন। ফলে ৮-০ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়ে সাবিনার দল।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।