ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

বিশ্বকাপ বাছাইপর্ব তেমন ভালো যাচ্ছে না ব্রাজিলের। এর মধ্যে আবার চোটে পড়ে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন দলটির সবচেয়ে বড় তারকা নেইমার।

এবার আরও একটি দুঃসংবাদ শুনতে হচ্ছে তাদের। ইনজুরিতে পড়েছেন দলটির গোলরক্ষক এদেরসন মোয়ারেস।

আগামী ১৭ ও ২২ নভেম্বর কলোম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল। এই দুই ম্যাচে এদেরসনকে পাওয়া হচ্ছে না তাদের। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে খেলতে গিয়ে পায়ে আঘাত পান ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষক। পরবর্তীতে দেশটির সংবাদমাধ্যম জানায়, ব্রাজিলের ক্যাম্পে যোগ দিচ্ছে না ৩০ বছর বয়সী এই গোলরক্ষক।  

যদিও ইতোমধ্যে এদেরসনের বদলি হিসেবে বেন্তোকে ডাকা হয়েছে। তবে আতলেতিকো পারানেসের এই গোলরক্ষক ঠিক কতটা পারফরম্যান্স করতে পারবেন তা নিয়ে দুশ্চিন্তা থেকেই যায়।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।