ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

অস্ট্রেলিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
অস্ট্রেলিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মেলবোর্নের রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচে লাল-সবুজের শুরুর একাদশে জায়গায় হয়নি তরুণ ফুটবলার শেখ মোরসালিনের।

সবশেষ মালদ্বীপ ম্যাচ থেকে হাভিয়ের কাবরেরা একাদশে পরিবর্তন এনেছেন দুটি। আগের ম্যাচে লাল কার্ড দেখায় আজ খেলতে পারছেন না মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা। তার জায়গায় দলে ঢুকেছেন মজিবুর রহমান জনি। আর সেন্টার ডিফেন্ডার শাকিল হোসেনের পরিবর্তে খেলছেন হাসান মুরাদ।  

ম্যাচ শুরু হবে দুপুর ৩টা ১০ মিনিটে।

বাংলাদেশ একাদশ
মিতুল মারমা, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, হাসান মুরাদ, জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মজিবুর রহমান জনি, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।