ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

নীরবতা ভেঙে ভবিষ্যৎ নিয়ে স্কালোনি বললেন, ‘এখনো ভাবছি’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
নীরবতা ভেঙে ভবিষ্যৎ নিয়ে স্কালোনি বললেন, ‘এখনো ভাবছি’

ব্রাজিল ম্যাচের পরপরই চাকরি ছাড়ার ইঙ্গিত দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইএসপিএন বলছে, আগামী বছর কোপা আমেরিকার পরই পদত্যাগ করবেন তিনি।

এতোদিন এনিয়ে নীরব ছিলেন এই কোচ। গতকাল কোপা আমেরিকার ড্রয়ের অনুষ্ঠানে দেখা গেল তাকে। সেখানে নীরবতা ভাঙলেও ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটাননি।

মায়ামিতে স্কালোনি বলেন, 'নীতিগতভাবে আমি এখানে কারণ আমি কোচ। ব্রাজিলের বিপক্ষে আমি যা বলেছিলাম তা ব্যক্তিগতভাবে একটি ভাবনার মুহূর্ত এবং আমি এখনো সেই পর্যায়ে আছি। আমরা যেসব অর্জন করেছি সেটার পর সামনে কি করতে হবে তা নিয়ে ভাবাটা গুরুত্বপূর্ণ। '

'আমরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি সেটা নিয়ে ভাবছি। বল থামিয়ে কথা বলাটা গুরুত্বপূর্ণ। এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই। খেলোয়াড়রা খুব ভালো, দলও খুব ভালো। তাদের এমন ভালো কোচ দরকার, যে কি না নিজের সবটুকু প্রাণশক্তি উজাড় করে দেবে। আমি সেটা আগেও বলেছি এবং বারবার বলব। আর্জেন্টিনার এমন কোচ দরকার, যে তাদের মানের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে। এখন ভাবার সময়। আমিও একই জিনিস ভাবছি। ' 

শোনা যাচ্ছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে দ্বন্দ্ব রয়েছে স্কালোনির। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিলেন তিনি, 'এ নিয়ে অনেক কিছু বলা হয়েছে যা কানে দেওয়ার প্রয়োজন নেই। সভাপতি সঙ্গে সম্পর্ক সবসময়ই দুর্দান্ত ছিল। ভবিষ্যৎ নিয়ে ভাবার সিদ্ধান্তটা আমার ব্যক্তিগত। এখান থেকে জাতীয় দলের জন্য সেরাটা ভাবা উচিত। '

'পদ যদি এতোই গুরুত্বপূর্ণ হয় এবং এর এতো তাৎপর্য থাকে, তাহলে তাদের এমন একজন ব্যক্তিকে দরকার যে কি না শতভাগ মনোযোগী। এবং ভালোভাবে জানে সামনে কি অপেক্ষা করছে। এখন সময় হলো ভাবার। কেন? কী জন্যে? কারণ জাতীয় দলের পরের ম্যাচ অনুষ্ঠিত হতে এখনো অনেক সময় আছে। '

মেসির সঙ্গেও নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন স্কালোনি, 'মারাকানায় ম্যাচের পর তার সঙ্গে কথা বলেছি আমি। আমরা আবারও কথা বলব। সে দলের অধিনায়ক এবং তার সঙ্গে অসাধারণ সম্পর্ক রয়েছে আমার। আমি সভাপতির সঙ্গেও কথা বলেছিলাম, আজও বলেছি । তার সঙ্গেও আমার ভালো সম্পর্ক রয়েছে। '

এদিকে, চুক্তি অনুযায়ী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে থাকার কথা রয়েছে স্কালোনির।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮,২০২৩
এএইচএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।