ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

ফুটবল

কিংসে ব্রুজনদের বড়দিন উদযাপন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
কিংসে ব্রুজনদের বড়দিন উদযাপন

বসুন্ধরা কিংসের বিদেশি ফুটবলার ও কোচিং স্টাফদের মধ্যে বেশিরভাগই খ্রিস্টান ধর্মের। তাদের জন্য আজকের দিনটি উৎসবের।

কেননা খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন আজ। বড়দিন উপলক্ষ্যে বসুন্ধরা কিংসের পক্ষ থেকে নানান আয়োজন করা হয় অস্কার ব্রজনদের জন্য।

কেক কাটা ও আনুষাঙ্গিক সাজসজ্জাও হয়েছে কিংস ক্লাবে। বিদেশি খেলোয়াড়, কোচিং স্টাফের সঙ্গে বাংলাদেশি ফুটবলার ও কোচরা এক সঙ্গে বেশ উৎসবমুখর পরিবেশে বসুন্ধরা কিংস বড়দিন উদযাপন করেছে।  

ফেসবুকে পোস্ট দিয়ে বসুন্ধরা কিংস লেখে, 'আমাদের পরিবার নিয়ে উদযাপন করছি। ' আনন্দের উপলক্ষ্য অবশ্য কেবল ক্ষণিকের জন্য। কেননা আগামীকালই ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে ফর্টিস এফসির মুখোমুখি হবে কিংস। তাই আজ উৎসবের দিনেও শিষ্যদের নিয়ে ঘাম ঝরাতে হবে ব্রুজনের।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।