ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

রোনালদোকে ছাড়াই পর্তুগালের বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৩, মার্চ ২২, ২০২৪
রোনালদোকে ছাড়াই পর্তুগালের বড় জয়

সামনেই ইউরোর মতো বড় টুর্নামেন্ট অপেক্ষা করছে। তাই ক্রিস্টিয়ানো রোনালদোকে এই ফিফা উইন্ডোতে খেলিয়ে ঝুঁকি নিতে চাননি কোচ রবের্তো মার্তিনেস।

সেজন্য ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ছাড়াই দল ঘোষণা করেন তিনি।

সুইডেনের বিপক্ষে রোনালদোর অভাব অবশ্য বুঝতেই পারেনি পর্তুগাল। নিজেদের মাঠে ৫-২ গোলের বড় জয়ের দেখা পায় তারা। এনিয়ে মার্তিনেসের কোচিংয়ে ১১ ম্যাচের সবকটিতেই জয় নিয়ে মাঠ ছাড়ল দলটি।

স্বাগতিকরা প্রথমার্ধেই এগিয়ে যায় তিন গোলে। ২৪তম মিনিটে বের্নার্দো সিলভার শট ফিরে আসলেও রিবাউন্ড শটে জাল খুঁজে নেন রাফায়েল লেয়াও। ৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাথেউস নুনেস। বিরতির ঠিক আগ দিয়ে তৃতীয় গোলটি আসে ব্রুনো ফের্নান্দেসের পা থেকে।

দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে পর্তুগাল। ৬১ মিনিটের ভেতরই স্বাগতিকদের পঞ্চম গোলের স্বাদ এনে দেন ব্রুমা ও গনসালো রামোস। সুইডেন দুটি গোল শোধ দিলেও তা কেবল সান্ত্বনাই দিয়েছে তাদের।   

এদিকে আগামী মঙ্গলবার আরেক প্রীতি ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ স্লোভেনিয়া।  

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
এএইচএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।