ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

ফুটবল

পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকল ডর্টমুন্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, মে ২, ২০২৪
পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকল ডর্টমুন্ড

ঘরের মাঠে সমর্থকদের উল্লাসে সবসময় বাড়তি এক আত্মবিশ্বাস পায় বরুশিয়া ডর্টমুন্ড। গতকালও তার ব্যতিক্রম হয়নি।

প্রথমার্ধে এগিয়ে যায় তারা। বিরতির পর একের পর এক আক্রমণ করতে থাকে পিএসজি। এতে অবশ্য লাভ হয়নি, হেরেই মাঠ ছাড়তে হয় তাদের।

গতকাল রাতে সিগনাল এদুনা পার্কে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে পিএসজির বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করে ডর্টমুন্ড। দলটির হয়ে একমাত্র গোলটি করেন নিকলাস ফুয়েলখুগ।  

ঘরের মাঠে ম্যাচের চতুর্দশ মিনিটে প্রথম সুযোগ পায় ডর্টমুন্ড। মার্সেল সাবিৎজার প্রচেষ্টা অবশ্য ঠেকিয়ে দেন দোনারুম্মা। তবে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি তারা। ৩৬তম মিনিটে গোলটি করেন ফুয়েলখুগ। সতীর্থ থেকে পাওয়া লং বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে দারুণ এক শটে জাল খুঁজে নেন জার্মান ফরোয়ার্ড। বিরতির একটু আগে আরও একটি সুযোগ পায় স্বাগতিকরা। সাবিৎসারের জোরাল ভলি অবশ্য ঠেকাতে সফল হন পিএসজি গোলরক্ষক।

বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। একের পর এক আক্রমণে ডর্টমুন্ডের পরীক্ষা নেয় তারা। ৫১তম মিনিটে কিলিয়ান এমবাপের শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি শটে আবারও পোস্ট কাঁপান আশ্রাফ হাকিমি। ৭২তম মিনিটে দারুণ সুযোগ পান ওসমান দেম্বেলে। যদিও তার শট ঠেকিয়ে দেন ডর্টমুন্ড গোলরক্ষক। শেষ পর্যন্ত ফরাসি ক্লাবটি আর গোল করতে পারেনি।  

ডর্টমুন্ডের এই জয়ে জার্মান ফুটবল পেল দারুণ এক সুখবর। আগামী মৌসুমের ৩৬ দলের চ্যাম্পিয়ন্স লিগে বুন্ডেসলিগার শীর্ষ পাঁচ দল সরাসরি খেলতে পারবে।

আগামী মঙ্গলবার ঘরের মাঠে ফিরতি লেগে ডর্টমুন্ডকে আতিথ্য দেবে পিএসজি।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, মে ০২, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।