ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

‘অপরাধী রাষ্ট্রের সঙ্গে ফুটবল নয়’—ইতালিতে ইসরায়েল ম্যাচ বাতিলের দাবিতে বিক্ষোভ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০১, অক্টোবর ৪, ২০২৫
‘অপরাধী রাষ্ট্রের সঙ্গে ফুটবল নয়’—ইতালিতে ইসরায়েল ম্যাচ বাতিলের দাবিতে বিক্ষোভ সংগৃহীত ছবি

ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রেক্ষিতে ইসরায়েলের সঙ্গে ইতালির আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ বাতিলের দাবিতে বিক্ষোভ হয়েছে ফ্লোরেন্সে। শুক্রবার ইতালি জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা জড়ো হয়ে ম্যাচটি বাতিলের আহ্বান জানান।

এই বিক্ষোভটি ছিল দেশজুড়ে ঘোষিত সাধারণ ধর্মঘটের অংশ, যা ইসরায়েলি নৌবাহিনীর একটি মানবিক সহায়তা বহর আটকানোর ঘটনার প্রতিক্রিয়ায় ডাকা হয়।

ইতালি আগামী ১৪ অক্টোবর উডিনে ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ আয়োজনের কথা রয়েছে। তবে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ইতোমধ্যেই যুদ্ধ পরিস্থিতির কারণে ইসরায়েলকে স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করছে।

শুক্রবারের বিক্ষোভের সময় ইতালি দলের খেলোয়াড়রা ফ্লোরেন্সের কোভারচিয়ানো ট্রেনিং সেন্টারে উপস্থিত ছিলেন না; তারা সোমবার সেখানে যোগ দেবেন।

বিক্ষোভকারীরা প্রশিক্ষণ কেন্দ্রের বিপরীত পাশে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন এবং হাতে একটি ব্যানার তোলেন, যাতে ইতালীয় ভাষায় লেখা ছিল— ‘জায়নবাদের অবসান ঘটাও প্রতিরোধের মাধ্যমে’।

একজন বিক্ষোভকারী মাইক্রোফোন হাতে চিৎকার করে বলেন, ‘তোমরা কীভাবে এখনও ইসরায়েলের মতো একটি জায়নবাদী ও অপরাধী রাষ্ট্রকে ফুটবল খেলার অনুমতি দিচ্ছ?’

বুধবার রাতে ইসরায়েলি নৌবাহিনী গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করার পর থেকেই ইতালির বিভিন্ন শহরে এমন প্রতিবাদ শুরু হয়। ওই অভিযানে অংশ নেওয়া একাধিক মানবাধিকারকর্মীকে আটক করা হয়।

শুক্রবারের সাধারণ ধর্মঘটে দেশের বিভিন্ন শ্রমিক সংগঠন ও শিক্ষার্থী সংগঠন অংশ নেয়। ট্রেন ও ফ্লাইটের সময়সূচি ব্যাহত হয়, শত শত ট্রেন বাতিল বা বিলম্বিত হয় এবং অনেক সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে।

এর আগেই, চলতি বছরের আগস্টে ইতালির ফুটবল কোচদের সংগঠন এআইএসি গাজায় যুদ্ধের কারণে ইসরায়েলকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কারের দাবি জানায়।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।