ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

ভুটানের বিপক্ষে শুরুর একাদশে নেই জামাল

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
ভুটানের বিপক্ষে শুরুর একাদশে নেই জামাল

ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ চ্যাংলিমিথান স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

আজ দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে ছাড়াই শুরুর একাদশ সাজিয়েছেন কোচ হাভিয়ার কাবরেরা।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেও শুরুর একাদশে জায়গা পাননি জামাল। ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় মূল একাদশের বাইরে ছিলেন তিনি। এবার ভুটানের বিপক্ষের ম্যাচেও একাদশের বাইরে রয়েছেন তিনি। জামালের অবর্তমানে অধিনায়কত্বের আর্মব্যান্ড থাকবে তপু বর্মনের হাতে।

ফিনল্যান্ডের সেনাবাহিনীতে যোগ দেওয়ার কারণে রক্ষণের অন্যতম ভরসা তারিক কাজিও দলের বাইরে আছেন।  

বাংলাদেশের একাদশ 
গোলরক্ষক: মিতুল মারমা

ডিফেন্ডার: তপু বর্মণ, শাকিল, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ

মিডফিল্ডার: মো. হৃদয়, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র

ফরোয়ার্ড: ফয়সাল ফাহিম, রাকিব ও মোরসালিন।

 

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।