ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

আবারও শুরুর একাদশে নেই জামাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৪
আবারও শুরুর একাদশে নেই জামাল

দলের অধিনায়ক তিনি। কিন্তু গত কয়েক ম্যাচ ধরে শুরুর একাদশেই জায়গা পাচ্ছেন  না।

এমনকি আজ ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও সেরা একাদশে জামাল ভুঁইয়াকে জায়গা দেননি কোচ হাভিয়ের কাবরেরা। জামালের পরিবর্তে আজ অধিনায়কত্ব করবেন সোহেল রানা।

থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। ম্যাচের পঞ্চম মিনিটে একমাত্র গোলটি করেন শেখ মোরসালিন। রাকিব হোসেনের বাড়ানোর ক্রস ফিস্ট করে ঠেকানোর চেষ্টা করেছিলেন ভুটানি গোলরক্ষক। কিন্তু সুযোগ সন্ধানী মোরসালিন ফিরতি শটে ঠিকই গোল আদায় করে নেন। আজকের ম্যাচে অবশ্য রাকিবকে পাচ্ছে না বাংলাদেশ। প্রথম ম্যাচেই বিরতির ঠিক আগ দিয়ে গোড়ালিতে চোট পান তিনি। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন শাহরিয়ার ইমন।

বাংলাদেশ একাদশ 

গোলরক্ষক: মিতুল মারমা।

ডিফেন্ডার: ঈসা ফয়সাল, সাদ উদ্দিন, তপু বর্মন, শাকিল হোসেন।

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, সোহেল রানা।  

ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, শেখ মোরসালিন।

 

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৪

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।