ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

১০০ কোটি অনুসারী নিয়ে রোনালদোর নতুন বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
১০০ কোটি অনুসারী নিয়ে রোনালদোর নতুন বিশ্বরেকর্ড

মাঠ ও মাঠের বাইরে সুসময় কাটছে ক্রিস্টিয়ানো রোনালদোর। সম্প্রতি বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন এই পর্তুগিজ উইঙ্গার।

এবার মাঠের বাইরেও একটি বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।  

সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রথম ব্যক্তি হিসেবে ১ বিলিয়ন বা ১০০ কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো। স্বাভাবিকভাবেই আনন্দে ভাসছেন তিনি। সংবাদটি সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী লিখেছেন, ‘আমরা ইতিহাস গড়েছি... ১ বিলিয়ন (১০০ কোটি) অনুসারী! এটা একটি সংখ্যার চেয়ে অনেক বড় কিছু। '

'খেলা এবং খেলার বাইরে আমাদের আবেগ, প্যাশন, ভালোবাসা ভাগাভাগি করে নেওয়ার দুর্দান্ত মুহূর্তের সাক্ষী। মাদেইরার রাস্তা থেকে শুরু করে বিশ্বের বড় মঞ্চে আপনাদের এবং আমার পরিবারের জন্য সব সময় খেলেছি। আর এখন আমরা একসঙ্গে ১০০ কোটি লোক। '

ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানিয়ে আল নাসর তারকা লিখেছেন, ‘উত্থান-পতনের সঙ্গে আপনারা আমার প্রতিটি পদক্ষেপে ছিলেন। এই যাত্রা আমাদের সবার যাত্রা। একসঙ্গে আমরা দেখিয়েছি যে আমরা যা অর্জন করতে পারি তার কোনো সীমানা নেই। আমাকে বিশ্বাস করা এবং সমর্থন দেওয়া এবং আমার জীবনের অংশ হওয়ার জন্য ধন্যবাদ। আমার সেরাটা এখনো দেওয়ার বাকি। আমরা এটা অব্যাহত রাখব এবং একসঙ্গে ইতিহাস তৈরি করব। '

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল চালু করেছেন রোনালদো। যেখানেও নিজের জাদু দেখিয়েছেন তিনি। মাত্র এক ঘণ্টায় তার চ্যানেলে রেকর্ড ১০ লাখ লোক সাবস্ক্রাইব করেছেন। এক সপ্তাহের কম সময়ে যে সংখ্যা ছাড়িয়ে যায় ৫০ মিলিয়ন। এটিও একটি নতুন রেকর্ড। এখন পর্যন্ত তার চ্যানেলের মোট সাবস্ক্রাইবার সংখ্যা ৬০.৮ মিলিয়ন। গত ২১ আগস্ট তার প্রথম ভিডিও ইউটিউবে পাবলিশ করেন তিনি। যে ভিডিও প্রায় ৩ কোটিবার দেখা হয়েছে।

ফেসবুক, ইনস্টাগ্রামেও সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব রোনালদো। ফেসবুকে তার অনুসারীর সংখ্যা ১৭০ মিলিয়নের বেশি। দুইয়ে থাকা পপ সঙ্গীতশিল্পী শাকিরার অনুসারী ১২৩ মিলিয়ন। ইনস্টাগ্রামের ইতিহাসেই রোনালদো সবচেয়ে বেশি জনপ্রিয়। এই প্ল্যাটফর্মে তার অনুসারীর সংখ্যা ৬৩৮ মিলিয়ন। দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির অনুসারী ৫০৪ মিলিয়ন। এবং টুইটারে (বর্তমান এক্স) রোনালদোর অনুসারীর সংখ্যা ১১৩ মিলিয়ন।  

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।