ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সিটিতে ১০০ গোল করে রোনালদোর রেকর্ড ছুঁলেন হালান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
সিটিতে ১০০ গোল করে রোনালদোর রেকর্ড ছুঁলেন হালান্ড

ইউরোপিয়ান কোনো ক্লাবের হয়ে সবচেয়ে কম ম্যাচে ১০০ গোল করার মাইলফলক ছোঁয়ার রেকর্ডটি এককভাবে ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে। এবার সেই রেকর্ডে নাম লেখালেন আরলিং হালান্ডও।

রোববার আর্সেনালের বিপক্ষে ম্যাচে ম্যানচেস্টার সিটির জার্সিতে নিজের শততম গোলের দেখা পান নরওয়েজীয় ফরোয়ার্ড। যা ছুঁতে তাকে খেলতে হয়েছে ১০৫টি ম্যাচ।

সমান ম্যাচ খেলেই রিয়াল মাদ্রিদের ২০১১ সালে শততম গোলের দেখা পান রোনালদো। সেই রেকর্ড ভাঙার সুযোগ অবশ্য আগেই এসেছিল হালান্ডের। কিন্তু চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে গোলহীন থাকতে হয় তাকে। কিন্তু প্রিমিয়ার লিগে ফিরে ঠিকই রোনালদোকে ছুঁয়ে ফেললেন তিনি।

২০২২ সালে সিটিতে যোগ দেওয়া হালান্ড প্রথম মৌসুমে ৫৩ ম্যাচ খেলে করেন ৫২ গোল। পরের মৌসুমে ৪৫ ম্যাচ খেলে জাল কাঁপান ৩৮ বার। এবারের মৌসুমে গোলের ফোয়ারা ছুটিয়ে যাচ্ছেন এই ফরোয়ার্ড। এখনো পর্যন্ত ৭ ম্যাচ খেলে করেছেন ১০ গোল। সেই সঙ্গে করে ফেলেছেন দুটি হ্যাটট্রিকও।

বাংলাদেশ সময় : ০১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪

এএইচএস

  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।