ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাংলাদেশের জার্সিতে হামজার খেলা এখন ‘সময়ের ব্যাপার’

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
বাংলাদেশের জার্সিতে হামজার খেলা এখন ‘সময়ের ব্যাপার’

হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলা এখন সময়ের ব্যাপার মাত্র বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ইতোমধ্যেই ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে অনাপত্তিপত্র পেয়ে গেছে বাফুফে।

সেই অনাপত্তিপত্র ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে দেওয়া হয়েছে। সেখান থেকে ছাড়পত্র পেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন হামজা চৌধুরী।

আজ বাফুফে ভবনে ইমরান হোসেন তুষার বলেন, ‘আমরা অনেক দিন থেকেই হামজাকে বাংলাদেশের হয়ে খেলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। সে যেহেতু ইংল্যান্ডের দলে খেলেছে, এজন্য তার বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়াটা ভিন্ন। ইতোমধ্যেই হামজার বাংলাদেশি পাসপোর্ট হয়েছে। এরপর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন তাকে ছাড়ার বিষয়ে আনাপত্তিপত্র দিয়েছে। এখন আমরা সেই অনাপত্তিপত্র ফিফায় জমা দিয়েছি। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি অনুমতি দিলেই হামজা বাংলাদেশের হয়ে খেলতে পারবেন। ’

ফিফা থেকে মাসখানেকের মধ্যেই অনুমতি মিলবে, এমনটাই আশা বাফুফে সাধারণ সম্পাদকের। তিনি বলেন, ‘আশা করছি সব ঠিক থাকলে এক মাসের মধ্যেই ফিফা থেকে অনুমতি পাওয়া যাবে। সব কাগজই দেওয়া হয়েছে। ফিফা অনুমতি দেবে এমনটাই আমাদের প্রত্যাশা। ’

আগামী ১১-১৯ নভেম্বর ফিফা উইন্ডোতে খেলার চেষ্টা করছে বাংলাদেশ। সব ঠিক থাকলে নভেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে হামজাকে। এমনটাই প্রত্যাশা বাফুফের সাধারণ সম্পাদকের।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।