ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ফুটবল

হঠাৎ পদত্যাগ করলেন সোনালী অতীতের গাফফার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
হঠাৎ পদত্যাগ করলেন সোনালী অতীতের গাফফার

এ বছরের মে মাসেই সোনালী অতীত ক্লাবের সভাপতি নির্বাচিত হন সাবেক ফুটবলার আব্দুল গাফফার চৌধুরী। আজ হঠাৎ করেই ক্লাবের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা বলেছেন তিনি।

আব্দুল গাফফার পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা বললেও এর পেছনে মূলত রাজনৈতিক পটপরিবর্তন প্রভাবক হিসেবে কাজ করছে। সম্প্রতি সাবেক ফুটবলারদের মধ্যে কয়েকজন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিবর্তনের দাবি তোলেন। অল্প কয়েকদিনের মধ্যে সেই দাবি বেশ জোরালো হয়।  

গতকাল ক্লাবে একটি সভাও করেছেন কয়েকজন সাবেক ফুটবলার। সেখানেও সভাপতি-সাধারণ সম্পাদক নিয়ে আপত্তি ছিল। শুধু সভাপতি নন, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনেরও পদত্যাগ করার কথা নিশ্চিত করেছেন এই কর্মকর্তা।

আব্দুল গাফফার পদত্যাগের ব্যাপারে সংবাদমাধ্যমকে বলেন, ‘আসলে কয়েকদিন হলো সোনালী অতীতে বেশ নোংরামি চলছে। কারা করছে নাম বলতে চাই না। এটা অনেকেই জানে। তাই এই সংগঠনে আর থাকতে চাইছি না। পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। ’ 

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।