ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আপত্তিকর আচরণের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ মার্তিনেস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
আপত্তিকর আচরণের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ মার্তিনেস

আপত্তিকর আচরণ ও ফেয়ার প্লে নীতি ভাঙায় আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফার শৃঙ্খলাবিষয়ক কমিটি।  

এক বিবৃতিতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, আলাদা দুটি ঘটনার কারণে শাস্তির মুখে পড়তে হয়েছে ২০২২ বিশ্বকাপজয়ী গোলরক্ষককে।

তবে শাস্তির সিদ্ধান্তের ব্যাপারে দ্বিমত পোষণ করেছে এএফএ। তবে আপিল করা করা হবে কি না, তা জানানো হয়নি।

নিষেধাজ্ঞার কারণে আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ মিস করবেন মার্তিনেস।

আপত্তিকর আচরণের প্রথম ঘটনাটি ঘটেছিল ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ম্যাচে। যেখানে কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেন মার্তিনেস। একই ধরনের উদযাপন তিনি করেছিলেন ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের পরও।

দ্বিতীয় ঘটনাটি ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে। সেদিন ম্যাচ হারার পর ক্যামেরায় ধাক্কা দেন মার্তিনেস। এমনকি ক্যামেরাম্যান জনি জ্যাকসন দাবি করেন, মার্তিনেস তাকে শারীরিকভাবে আঘাত করেছিলেন।

ওই দুই ঘটনায় মার্তিনেসের বিরুদ্ধে আচরণবিধি ভাঙার প্রমাণ পেয়েছে ফিফা। যে কারণে দুই ম্যাচ নিষিদ্ধ করা হলো তাকে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।